অরিন্দম সেন, আলিপুরদুয়ার: নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি (NJP-Guwahati Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। সকাল ৭টা বেজে ৩৯ মিনিটে এই বন্দে ভারত নিউ-আলিপুরদুয়ার স্টেশন অতিক্রম করে।  এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হল বন্দে ভারতের। রেলের তরফে জানানো হয়েছে, ২৫ মে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা। যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন। 


নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ:
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল (Vande Bharat Express) রানে বিতর্ক। নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখালেন বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্দেশ অনুযায়ী, এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত গোটা অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনকে। অর্থাৎ বন্দে ভারতের চালক ও গার্ড এই ডিভিশন থেকেই নির্বাচন করার কথা।কিন্তু বাস্তবে তা হয়নি। এদিন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের চালক আলিপুরদুয়ারের হলেও, গার্ড ছিলেন কাটিহার ডিভিশনের কর্মী। বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের হুঁশিয়ারি, ফিরতি পথেও বন্দে ভারতে অন্য ডিভিশনের কর্মী থাকলে, তাঁকে ট্রেন থেকে নেমে যেতে বলা হবে। এই নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


পিছু ছাড়েনি বিতর্ক:
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের কোচবিহারে স্টপেজের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল। আজ সকালে এই রুটে বন্দে ভারত ট্রায়াল রান হয়। রেলের তরফে যে টাইম টেবিল এবং স্টপেজের তালিকা দেওয়া হয়েছে, তাতে নিউ কোচবিহার স্টেশনের নাম নেই। তবে এর আগে মার্চ মাসে রেলের খসড়া তালিকায় এই স্টেশনের নাম ছিল। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূলের কটাক্ষ, যে জেলায় নিশীথ প্রামাণিকের মতো কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেখানে এই বঞ্চনা কীভাবে হল? জেলার বিজেপি বিধায়ক বা সাংসদরাই বা কী করছেন বলে প্রশ্ন তুলেছে তৃণমূল। এটা ট্রায়াল রান, ভবিষ্যতে স্টপেজ পরিবর্তন হতেই পারে বলে সাফাই গেরুয়া শিবিরের। 


বন্দে ভারতের ট্রায়াল রানে এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। তিনি জানান,এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য দিন ২৫ মে। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ কোচবিহার,বঙ্গাইগাঁ,কোকরাঝাড়,রঙ্গিয়া এবং কামাক্ষা। তবে রেল বোর্ডের থেকে এখনও কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি।


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি