কলকাতা: SSKM হাসপাতালের পরিষেবা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সিপিএম-এর আমল হলে এমন ঘটনা বলে মন্তব্য করে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন নিজের দল তৃণমূলকেই (TMC)। শনিবার দিনভর তা নিয়ে সরগরম ছিল বঙ্গ রাজনীতি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে ইতিমধ্যে FIR-ও দায়ের করেছেন SSKM কর্তৃপক্ষ। কিন্তু সেই সবে গুরুত্ব দিতে নারাজ মদন। বরং হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি।
যে রোগীকে ভর্তি করানো নিয়ে বিতর্ক বাধে, মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করানো গিয়েছে বলে জানালেন মদন। রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, "আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাস্থ্যকর্মী বলে নয় শুধু, সাধারণ, গরিব মানুষের চিকিৎসার দিকটা দেখা দরকার। রোগীর পরিবার মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিল। সব কাজপত্র জমা দেয়। আজ সকালে ফোন যায় তাদের কাছে। মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এটাই আমাদের মুখ, এটাই মমতা সরকারের মুখ। এর জন্যই এখনও সঙ্গে আছি।"
এর আগে, SSKM থেকে সরাসরি মমতার হস্তক্ষেপ দাবি করেছিলেন মদন। SSKM বয়কটের ডাকও দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, "জনগণের কাছে আমার আবেদন, যত ক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, সে নো টু পিজি। তোমাদের যত টাকা লাগে, হাতের ঘড়ি আংটি বিক্রি করে রোগীর চিকিৎসা করাব। রোগী যেতে যেতে যদি মরে যায়, এমও-র নামে কেস দেবেন। মামলা লড়ব আমি। ১০ কোটির ক্ষতিপূরণ। আমরা আসার পর যদি এই অবস্থা হয়,গরিব মানুষগুলোর কী অবস্থা!"
আরও পড়ুন: Madan Mitra: ‘দিনভর অভিষেককে রগড়েছে CBI, সেই অবস্থাতেও মমতা মানবিক, তাই সঙ্গে আছি’, বললেন মদন
এ দিন রোগী মেডিক্যাল কলেজে ভর্তি হলে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন মদন। বলেন, "কাল ন'ঘণ্টা রগড়েছে অভিষেককে। কী মানসিক অবস্থা ছিল। তার মধ্যেও মুখ্যমন্ত্রী যে ভাবে হস্তক্ষেপ করলেন, তাতেই বোঝা যায় তিনি কতটা মানবিক।"
মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে SSKM হাসপাতালে ভর্তি করানো নিয়ে বিতর্কের সূত্রপাত। রোগীকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে দীর্ঘ ছ'ঘণ্টা রোগীকে অ্যাম্বুল্যান্সে রেখে দিতে হয় বলে অভিযোগ মদনের। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেও সুরাহা হয়নি বলে দাবি করেন।
সিপিএম-এর আমল হলে এক মিনিটে রোগী ভর্তি হয়ে যেতেন বলেও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দাবি করেন মদন। তার পরই তৃণমূলের অন্দরে তাঁকে নিয়ে অস্বস্তি দেখা দেয়। সন্ধেয় দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখাও করতে যান মদন। কিন্তু SSKM-এর তরফে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় ভবানীপুর থানায়। SSKM হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মদন মিত্রের বিরুদ্ধে অশালীন আচরণ, গালিগালাজ-সহ একাধিক ধারায় FIR করেছে ভবানীপুর থানা। যদিও মদন সাফ জানিেছেন, তিনি গুন্ডামি করতে যাননি, নিজের পরিবারের কাউকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ভর্তি করাতে যাননি। একজন রোগীকে ভর্তি করাতে গিয়েছিলেন। বাকিটা তাঁর আইনজীবীরা দেখে নেবেন।