সনৎ ঝা, বাচ্চু দাস ও অরিত্রিক ভট্টাচার্য, দার্জিলিং: নিউ জলপাইগুড়ি স্টেশনে (New Jalpaiguri Station) সেনাবাহিনীর ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক সেনা জওয়ানের। আরও ৪ জওয়ান আহত হন। সেনাদের একটি ব্যাটেলিয়ন ট্রেনে চড়ে উত্তর-পূর্বের রাজ্যে যাচ্ছিল। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোয়, সেনাবাহিনীর (Indian Army) ট্যাঙ্কারে জল ভরতে যান কয়েকজন সেনা। এদের মধ্যে একজন ট্যাঙ্কারের মাথায় চড়তেই হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। ট্যাঙ্কারের গায়ে হাত দেওয়ায় আরও ৪ জওয়ানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ব্যাঙডুবির সেনা হাসপাতালে নিয়ে গেলে এক জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। সেনা (Army) বা রেলের (Rail) তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মর্মান্তিক দুর্ঘটনা:
সঙ্গে থাকা ট্যাঙ্কারের জল ফুরিয়ে এসেছিল। সেই জল ভরতে গিয়েই ঘটল দুর্ঘটনা! মৃত জওয়ানের নাম, মণীশ মেহতা। তিনি গুজরাতের (Gujarat) বাসিন্দা। সূত্রের খবর, একটি গোটা ট্রেনে করে যাচ্ছিল সেনাদের একটি ব্যাটালিয়ান। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোয়, সঙ্গে থাকা ট্যাঙ্কারে জল ভরতে যান কয়েকজন জওয়ান। তাঁদের মধ্যে একজন ট্যাঙ্কারের মাথায় চড়তেই হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট ( electrocuted ) হয়ে ছিটকে পড়েন। ট্যাঙ্কের গায়ে হাত দিয়ে থাকায় আরও সঙ্গে সঙ্গেই আরও ৪ জওয়ান বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ, আসেন সেনা আধিকারিকরা। আহতদের ব্যাংডুবি সেনা হাসপাতালে নিয়ে গেলে মণীশ মেহতা নামে এক জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর আগেও নানাসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায় (West Bengal)। বর্ষাকালে নানা জেলার নানা প্রান্ত থেকে এমন ঘটনা ঘটেছে। কখনও লাইটপোস্টের কারণে, কখনও আবার ত্রিফলা বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ( Death due to electrocution ) ঘটনা ঘটেছে। কিন্তু এনজেপি স্টেশনে যে ঘটনা ঘটে। তা সাম্প্রতিক কালে রাজ্যে দেখতে পাওয়া যায়নি। অসাবধানতায় নাকি অন্য কারণে এমন ঘটনা তা এখনও জানা যায়নি। এমন দুর্ঘটনায় নেমেছে শোকের ছায়া। জল ভরতে গিয়ে হাইটেনশন তার ছুঁয়ে মৃত্যুর ঘটনা মানতে পারছেন না নিহতের সহকর্মীরাও। বাকি যাঁরা জখম (Injured) হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: নাড্ডার সফরে কোনও লাভ হবে না, বাংলায় বিজেপির ভবিষ্যৎ নেই', কটাক্ষ ফিরহাদের