কলকাতা: বুধবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের একবার তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেই আজ ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী। এ দিন তিনি বলেন, 'কোনও প্রমাণ নেই, শুধুই অভিষেককে হেনস্থা করার চেষ্টা'। অভিষেককে ইডির তলব নিয়ে ফের প্রতিহিংসার অভিযোগও তুলেছেন মমতা। তাঁর কথায় 'অভিযোগ এলে তদন্ত করুন, কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়, ব্যুমেরাং হতে পারে। আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে'। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর গ্রেফতারি নিয়েও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'নয়া প্রজন্মকে নিশানা': সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে। কোনও প্রমাণ নেই। বারবার অভিষেককে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য। কী হয়নি ওর বিরুদ্ধে?'
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ইডির তলবকে 'নতুন প্রজন্মের উপর আক্রমণ' বলেও মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, 'আসলে ওরা তরুণ প্রজন্মকে নিশানা করছে। কিন্তু নতুন প্রজন্ম এ সব মানবে না। হিম্মত নিয়ে লড়বে।'
অভিষেকের ট্যুইট: বুধবার, বিরোধীদের জোট INDIA-এর সমন্বয় কমিটির বৈঠকের দিনই তাকে তলব করেছে ED. সোশাল মিডিয়ায় গতকাল সে কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কোন মামলায় কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি তৃণমূল সাংসদ। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী । তাঁর কথায় আইনের চোখে উনি সন্দেহভাজন অভিযুক্ত। বলে ডাকবে না কি?
G20 শীর্ষ সম্মেলন নিয়ে দেশজুড়ে চর্চার মধ্যেই, ফের কি দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা? ১৩ সেপ্টেম্বর, বুধবার দিল্লিতে NCP নেতা শরদ পওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। আর ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধে সাতটা ৫০ মিনিটে, তৃণমূল সাংসদ এক্স হ্যান্ডলে লেখেন, ১৩ সেপ্টেম্বর, দিল্লিতে 'INDIA'র সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। আমিও সেই কমিটির একজন সদস্য। কিন্তু, জেনেবুঝে ঠিক সেদিনই ED আমাকে ডেকে পাঠিয়ে নোটিস দিয়েছে। ৫৬ ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হতে হয়।
তবে কোন মামলায়, কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি অভিষেক। এর আগে কয়লা পাচার মামলা তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED. ২০২১-এর ৬ সেপ্টেম্বর ২০২২ সালের ২১ মার্চ, দিল্লিতে এবং ওই বছর ২ সেপ্টেম্বর, কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ED.