সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মেট্রোর ভিতরে মাঝে মধ্যেই হঠাৎ ঘোষণা । টালিগঞ্জের পর আর গড়াবে না মেট্রোর চাকা, নেমে পড়তে হবে এখনই - গত কয়েকদিনে, হয়রানির এই ছবি গা সওয়া হয়ে উঠেছে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের! পিলারে ফাটলের জেরে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ থাকায়, প্রতিদিনই ভুগতে হচ্ছে অসংখ্য় নিত্যযাত্রীকে। নিউ গড়িয়ার আগের স্টেশন ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে এখন মেট্রো। কিন্তু, প্রান্তিক স্টেশন হিসেবে ব্রিজিকে ব্যবহার করতে গিয়ে হচ্ছে হাজারও সমস্যা। আর এই সমস্যার সমাধানেই এবার উদ্যোগী মেট্রোরেল কর্তৃপক্ষ। আর তার জন্যই  রবিবার ব্রিজি স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। রবিবার বিকেল চারটে পর্যন্ত ওই লাইনে চলবে না মেট্রো। ওইদিন ব্রিজি স্টেশনে বসানো হবে একটি টার্ন আউট। মেট্রো চলাচল আরও মসৃণ করার জন্য বসানো হবে টার্ন আউট। তাই রবিবার ওই লাইনে মেট্রো চলাচল বিঘ্নিত হবে। রবিবার টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করবে। 

কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই টালিগঞ্জের পর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো রেল যাতায়াতে নানারকম সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। ট্রেনগুলিকে কবি সুভাষ স্টেশনে নিয়ে ক্রশওভার করানোর জেরে নানারকম সমস্যা হচ্ছে।  বহুক্ষণ মেট্রোগুলিকে অপেক্ষা করতে হচ্ছে প্রতিটি স্টেনেই। তাই পরিস্থিতি সামাল দিতে টার্ন আউট বসানো হবে রবিবার।  সে-জন্যই ওইদিন নির্দিষ্টি কয়েকটি স্টেশনে মেট্রোরেল বন্ধ রাখা ছাড়া উপায় নেই। মেট্রো রেল সূত্রে খবর,  রবিবার ( ৩১.০৮.২০২৫ ) বিকাল ৪:০০ ঘন্টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে  মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।  

সেদিন আবার রয়েছে Miscellaneous Services Recruitment Examination । ওই নির্দিষ্ট অঞ্চল থেকে যেসব পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন , তাঁদের জন্য অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বেশি করে রাখা হবে , জানিয়েছে মেট্রো রেল। তাঁদের যাতায়াতের সুবিধার্থে গ্রিন লাইনে ওইদিন সকাল ৯টার  পরিবর্তে সকাল ৮ টা থেকে থেকে মেট্রো চালানো হবে। 

কবি সুভাষ  পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছিল মাত্র ১৫ বছর আগে।  এর মধ্যেই জরাজীর্ণ দশা।  পিলারে ফাটল, বসে যাচ্ছে প্ল্যাটফর্ম, এর জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তারপর থেকেই শুরু হয়ে যায় নতুন সমস্যা।