কলকাতা: ৪দিন পার, ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য (Bhupatinagar NIA Attacked Case)। এবার এনআইএ-কেই নোটিস পুলিশের। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে তলব। ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে ২ এনআইএ আধিকারিককে তলব। শনিবার ভূপতিনগরে অভিযানে গিয়ে কী ঘটেছিল? মেডিক্যাল রিপোর্ট, কাচ ভাঙা গাড়িও আনতে বলা হল এনআইএকে। হামলার ঘটনায় ৩ গ্রামবাসীকে ৩দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ। 


ভূপতিনগরে NIA-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য


পুলিশ সূত্রে খবর, NIA আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। এছাড়াও, আহত NIA আধিকারিকের মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক পরীক্ষা করানোর জন্য NIA-র ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে। এর পাশাপাশি, হামলার ঘটনার তদন্তে তিন জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।


  ৩ তলবেও সাড়া না দেওয়া ভূপতিনগরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ?


এনআইএ-র ৩ বার তলবেও গরহাজির তৃণমূল নেতা মানবকুমার পয়রা, সুবীর মাইতি, নবকুমার পণ্ডা। সূত্র মারফত খবর, ৩ শাসক নেতার বিরুদ্ধে আজ আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ। 'বিস্ফোরণকাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না ধৃত ২ নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানা', ধৃত ২ নেতার বিষয়েও আদালতে জানাতে পারে এনআইএ। 'ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল', যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, আদালতে দাবি করে এনআইএ।


বিশেষ আদালতে কী দাবি এনআইএ-র ?


সিটি সেশনস কোর্টের বিশেষ আদালতে এনআইএ জানিয়েছে, 'ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। অভিযুক্ত এবং তাদের সহযোগীদের সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল। যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।' জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বিস্ফোরণে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আদালতে জানিয়েছে এনআইএ।


আরও পড়ুন, ১২ বছর আগে চাকরি পেয়েছিলেন পুলিশে, কেমন আছেন সন্দেশখালির আহত কনস্টেবল ?


প্রধান বিষয়টি কী ? ঠিক কী হয়েছিল ?


২০২২-এর দোসরা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৮ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। রহস্য বাড়িয়ে বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও ২ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।