কলকাতা : গ্রেফতারির ৫৭ দিন পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে, চার্জশিট পেশ করল CBI। শুক্রবার সকালে, আসানসোলের বিশেষ CBI আদালতে, ৩৫ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেও দলের নেতাদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন তৃমমূলের বর্ষীয়াণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, ' কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ। যে কোনও দলেই অসৎ মানুষ আছে। তাদের দোষ সামনে এলে , শাস্তি পাবে। তাবলে সবাই অসৎ নয়। '
'খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে'
তিনি আরও বলেন, যারা অসৎ, তারা শাস্তি পাবে। তবে তার প্রভাব নির্বাচনে পড়বে না। শোভনদেব বলেন, সাধারণ মানুষ যা যা চান, তাঁর দলের নেত্রী তা দেন। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পান। তাই মানুষ তাকে সমর্থন করবেন।
এর আগেও শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে। '
তিনি আগেও বলেন, ' সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।'
একদিকে গ্রেফতারি। আদালতে চলা মামলা। দীর্ঘ আইনি-যুদ্ধ। এজেন্সির নিরপেক্ষতা নিয়ে বাগযুদ্ধ চলছে। আর এসবের নিট রেজাল্ট কী হচ্ছে, তার প্রমাণ পাওয়া যাবে, বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে।
অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট
শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে আসানসোল আদালতের স্পেশাল ভেকেশন কোর্টে চার্জশিট জমা দেয় সিবিআই। গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট দেওয়া হল। দুর্নীতি দমন আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে ৩৫ পাতার এই চার্জশিটে। এর সঙ্গে ৫টি অ্যানেক্সচারও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে তাঁর পরিবারের সম্পত্তির ৫৩টি দলিল এবং প্রায় ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, ৯৫ জন সাক্ষীর বয়ানের কপিও দেওয়া হয়েছে চার্জশিটে। সেইসঙ্গে চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রত পাচারকারীদের প্রোটেকশন দিতেন ও তাঁদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করতেন।
Sovandeb Chatterjee : কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দোষীরা শাস্তি পাবে, ফের বিস্ফোরক শোভনদেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2022 02:30 PM (IST)
Edited By: Nibedita Bhattacharya
কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ, যে কোনও দলেই অসৎ মানুষ আছে : শোভনদেব
Sovandeb Chatterjee : কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়, দোষীরা শাস্তি পাবে, ফের বিস্ফোরক শোভনদেব
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
07 Oct 2022 02:30 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -