কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য-কলকাতা পুলিশ  দিয়েই পুরভোট হবে। ‘রাজ্যের ৩২ হাজার পুলিশ দিয়ে কলকাতা পুরসভায় ভোট সম্পন্ন হবে। পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে পুলিশের প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে। এমনই খবর সূত্রের।


সূত্রের খবর, ‘পুরভোটে মোতায়েন করা হবে ২৭ হাজার কলকাতা পুলিশ। পুরভোটে মোতায়েন করা হবে ৫ হাজার রাজ্য পুলিশ। কলকাতা পুরভোটের সুরক্ষায় থাকবে না কোনও সিভিক ভলান্টিয়ার।’


পুরভোটের নিরাপত্তা নিয়ে কমিশনকে পুলিশের প্রাথমিক রিপোর্টে এ কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। সোমবার পুলিশ-প্রশাসনের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক হবে বলে খবর।উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোটের দাবি জানিয়েছে। 


জানা গেছে, পুলিশের রিপোর্টে বলা হয়েছে, প্রতি বুথে একজন করে এসআই,এএসআই এবং দুজন করে সশস্ত্র পুলিশ থাকবে।গতবারের থেকে এবার কলকাতা পুরসভার নির্বাচনে পুলিশের সংখ্যা বাড়ছে।  পুলিশের দেওয়া পুরভোটের নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট শনিবার জমা পড়েছেরাজ্য নির্বাচন কমিশনে। সূত্রের খবর, সেই রিপোর্টে বলা হয়েছে,  পুরভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা ও রাজ্য পুলিশ। রিপোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনও উল্লেখ নেই।  সেইসঙ্গে বলা হয়েছে, পুরভোটে নিরাপত্তার দায়িত্বে কোনও সিভিক ভলান্টিয়ার থাকবে না।


রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৫ সালের কলকাতা পুরভোটে ২৭ হাজার কলকাতা পুলিশ ও ৫ হাজার রাজ্য পুলিশ, মোট ৩২ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছিল। এবার, সেই জায়গায় এবার মোতায়েন করা হবে মোট ৩৭ হাজার পুলিশ কর্মী। তাঁদের মধ্যে ৩০ হাজার কলকাতা পুলিশ ও ৭ হাজার রাজ্য পুলিশের কর্মী। প্রতিটি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন SI, একজন ASI ও ২ জন সশস্ত্র পুলিশ কর্মী।


ইতিমধ্যেই, পুরভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে বিজেপি।  সিপিএম উপযুক্ত নিরাপত্তার দাবি তুলে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।


পুরভোটের নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে সোমবার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের নির্বাচন কমিশনার।  সূত্রের খবর, সেই বৈঠকে অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে আলোচনা হওয়ার কথা।  


এদিকে, শনিবারই ছিল কলকাতা পুরভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন মোট ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।  তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির ২ জন, সিপিএমের একজন ও ৫ জন নির্দল প্রার্থী।


আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ফল ঘোষণা ২১ ডিসেম্বর।