কলকাতা: তিনদিনের সফরে কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা (Actor) ও বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অমিত শাহর (Amit Shah) পুজো (Durga Puja 2022) উদ্বোধন প্রসঙ্গে মিঠুন বলেন, উনি পুজোর উদ্বোধন করতেই পারেন। তবে রাজনীতি নিয়ে কোনও কথা তিনি বলতে চাননি। মিঠুন পুজোর আগে শহরে এলেও জানান, পুজোর সময় তিনি কলকাতায় থাকবেন না।


কারোর পুজোর উদ্বোধনের তালিকা, বছরের পর বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কেউ আবার পুজোয় দেয় বইয়ের স্টল!এ যেন রথ দেখা, আর তার সঙ্গে কলা বেচা! সব রাজনৈতিক দলই এই কৌশল নেয়। পুজোও যেমন হয়, তেমনই জনসংযোগের মাধ্যমে দলীয় রাজনীতির প্রচারও হয়। আর, বাঙালির সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে এবার বিজেপির জনসংযোগের প্রধান হাতিয়ার, মিঠুন চক্রবর্তী। 


সূত্রের খবর, অমিত শাহ না আসলে সল্টলেকে EZCC’তে বিজেপির পুজো উদ্বোধন করতে পারেন মিঠুন চক্রবর্তী। শুক্রবারই শহরে পৌঁছেছেন তিনি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জনসংযোগের হাতিয়ার ‘বাঙালি বাবু’ 


EZCC’র পাশাপাশি এবার অমিত শাহকে দিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের BJ ব্লকের পুজো উদ্বোধন করানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। এবার, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। আর, সল্টলেকের BJ ব্লকের পুজোর থিম ‘রামমন্দির’! সূত্রের খবর, এই পুজোগুলোর উদ্বোধনও অমিত শাহকে দিয়ে করানোর ইচ্ছা আছে বঙ্গ বিজেপি’র।


তবে, অমিত শাহ বঙ্গ সফরে আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। রবিবার কিংবা সোমবার দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আসবে। তারা পুজো মণ্ডপ ঘুরে দেখে, রিপোর্ট দেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে, পুজো উদ্বোধনের জন্য বুধ থেকে শুক্রবারের মধ্যে একদিন রাজ্যে আসতে পারেন অমিত শাহ।


এদিকে BJ ব্লক পুজো কমিটি সূত্রে খবর, অমিত শাহ তাদের পুজোর উদ্বোধনের জন্য আসবেন কি না, তা নিয়ে এখনও তাদের কাছে কোনও খবর নেই। তবে বিজেপি যদি তাদের জানায়, তাহলে তারা অমিত শাহকে আমন্ত্রণপত্র পাঠাবে। ২০১৯ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


এদিকে শনিবার পার্টির পুজো নিয়ে হেস্টিংসের অফিসে বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর, কলকাতার আশেপাশের কয়েকটি পুজো মিঠুন চক্রবর্তীকে দিয়ে উদ্বোধন করানোর কথা ভাবা হচ্ছে। এমনকী রাজ্য সভাপতি চাইছেন, মিঠুন চক্রবর্তীকে তাঁর বালুরঘাটের পাড়ার পুজোতেও নিয়ে যেতে।


মুখে কুলুপ আঁটেন তারকা রাজনীতিবিদ: এর আগেও একাধিকবার রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)? জুলাইতেও সরাসরি কোনও উত্তর দিলেন না। তবে রাজ্য বিজেপি দফতরে (state bjp office) তাঁর সাংবাদিক বৈঠক (press conference) থেকে রাজনৈতিক মহল মোটামুটি নিশ্চিত হয়, পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে মিঠুনকে নতুন দায়িত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। অভিনেতা নিজেও বললেন, 'অনেক কিছু রয়েছে। সব বলা যাবে না। বিজেপির (bjp) বাকি কর্মীদের মতোই আমিও এক জন।  দিল্লি থেকে যা বলবে, করব।' সঙ্গে সংযোজন, কিছু কথা ইতিমধ্যে হয়েছে। কিছু কাজও দেওয়া হয়েছে তাঁকে। তবে সেটা কী তা নিয়ে মুখে কুলুপ আঁটেন তারকা রাজনীতিবিদ।  


বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় মিঠুন! জুলাই-তেও কলকাতায় পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সন্ধেয় রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান। সেখানে সুকান্তর সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি-র সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে নির্দেশ দেবে, যে দায়িত্ব দেবে পালন করবেন নিষ্ঠা ভরে। তাঁকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে, তা যদিও খোলসা করেননি মিঠুন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে তাঁকে ব্যবহার করা হবে আগামী দিনে, সেই ইঙ্গিত দেন সুকান্ত।