কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি বলছেন, তিনি সকলের অনুপ্রেরণা। রোল মডেল। তাঁকে দেখে ক্রিকেটে আসার কথা ভাবে দেশের অজস্র তরুণী।


মহিলাদের ক্রিকেটের কিংবদন্তি, ঝুলন গোস্বামী (Jhulan Goswami) আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন শনিবার। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় ওয়ান ডে ম্যাচই হবে ঝুলনের কেরিয়ারের শেষ ম্যাচ। এই ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন চাকদহ এক্সপ্রেস।


আর সেই ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিল সিএবি। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা শহরের নামী মাল্টিপ্লেক্সে শনিবার ঝুলনের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে। সিএবি-র তরপে জানানো হয়েছে, এলগিন রোডের আইনক্স ফোরামে শনিবার দুপুর আড়াইটে থেকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ সরাসরি বড় পর্দায় দেখানো হবে।






ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। শনিবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে ঝুলনের শেষ ম্যাচ হিসাবে লর্ডসে আবেগে ভাসছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা। মহিলাদের ক্রিকেটে ঝুলনের অবদান নিয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, “ঝুলনদির থেকে অনেক কিছু শিখেছি আমরা। আমার অভিষেকের সময় ওই অধিনায়ক ছিল। তখন থেকে আজ পর্যন্ত অনেক কিছু শিখেছি ওর থেকে। এখন রেণুকা সিংহ, মেঘনা সিংহের মতো তরুণ বোলাররা ঝুলনদির সাজঘরে থাকার প্রভাব বুঝতে পারছে। কীভাবে ঝুলনদি বল করে এবং গোটা ম্যাচে ছন্দ বজায় রাখে, সেটা ওরা শিখতে পারছে ঝুলনদির কাছ থেকে। আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা ঝুলনদি।”


স্মৃতির নজির


ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। ম্যাচে অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলে শিরোনামে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে একই ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এক দুর্দান্ত রেকর্ড নিজের নামে করে ফেললেন।


বুধবার দিন-রাতের ম্যাচে ওপেন করতে নেমে স্মৃতি করলেন ৫১ বলে ৪০ রান। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং একটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই ওয়ান ডে ক্রিকেটে মাত্র তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিন হাজার রানের গণ্ডি পার করলেন স্মৃতি। এর আগে কেবলমাত্র কিংবদন্তি মিতালি রাজ এবং বর্তমান ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতই ভারতীয় মহিলা দলের হয়ে তিন হাজারের বেশি ওয়ান ডে রান করেছেন। তবে মিতালি এবং হরমন, উভয়ের থেকেই কম সময়ে এই মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি।


আরও পড়ুন: কেউ নিখুঁত নয়, টি-২০ যুদ্ধের আগে কাদের উদ্দেশে বললেন রাহুল?