এক ঝলকে জেনে নিন কোথায় কী ঘটছে...
বাজি কারখানায় বিস্ফোরণ
এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
দাদাগিরিতে রোগীমৃত্যু!
কালিয়াগঞ্জের পর এবার সালার। শববাহী গাড়ি চালকদের পর অ্যামবুল্যান্স চালকদের দাদাগিরি। অ্যাম্বুল্যান্স আটকে ভাঙচুর, মারধরের অভিযোগ।
হাসপাতালে নিয়ে যেতে দেরি, রোগীর মৃত্যু। হাসপাতাল থেকে রোগী নিয়ে যেতে পরিচিত অ্যাম্বুল্যান্স চালককে ডাকায় বিপত্তি। গাড়ির সামনে মোটর বাইক রেখে
ব্যারিকেড গড়ে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ।
ববিতার চাকরি অনামিকার
এবার হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন স্কুল শিক্ষিকা ববিতা সরকার। তাঁর আবেদনের ভিত্তিতেই চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এবার ববিতার চাকরি পাবেন অনামিকা রায়। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৩ সপ্তাহের মধ্যে ববিতার চাকরি আবেদনকারী অনামিকা রায়কে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এর প্রেক্ষিতেই ববিতার চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া, অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা ববিতাকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
একশো শতাংশ তথ্যই পুনরুদ্ধার
পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।
তদন্তের আগেই ডেটা ডিলিট!
ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি ফোন থেকে প্রচুর ডেটা ও ছবি ডিলিট করেছেন। সিবিআইকে জানালেন দিল্লির ফরেন্সিক অফিসাররা। সব তথ্য পুনরুদ্ধারের দাবি।
পুর-'দুর্নীতি' নির্দেশকে চ্যালেঞ্জ
পুর-নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচারপতি অমৃতা সিন্হার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
ফের নবজোয়ারে 'ভোট-কারচুপি'
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে নবজোয়ারে প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ। অভিযুক্ত ব্লক সভাপতি। অভিযোগ অস্বীকার।
ভাতারেও 'কোন্দল'
ভাতারে অভিষেকের রোড শোয়ের আগে সামনে তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ প্রাক্তন বিধায়কের অনুগামীদের। নেপথ্যে বিজেপি, অভিযোগ মানগোবিন্দর।
নৌশাদকে হুমকি আরাবুলের
নৌশাদ সিদ্দিকিকে প্রকাশ্যে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি আরাবুল ইসলামের। নেতার গণতন্ত্রের কথা বলেন, এঁরা উল্টো বলেন কী করে, প্রশ্ন আইএসএফ বিধায়কের।
বিকাশ মিশ্রর জামিন
কয়লা পাচার মামলায় জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র। তবে হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর হলেও, কয়লা পাচারকাণ্ডে ধৃত ECL-এর প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর সুনীলকুমার ঝা এবং CISF-এর ইন্সপেক্টর আনন্দ কুমার সিং-কে ২৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। প্রভাবশালী তত্ত্বে এঁদের জামিন খারিজের আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। পরবর্তী শুনানি ২৯ মে।