সমীরণ পাল, বাগদা : ইস্তফা দেওয়া বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে পৌঁছে গেলেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েই ইস্তফা দিয়েছিলেন তিনি। বিক্ষুব্ধ বিজেপি নেতাকে প্রণাম করেন প্রার্থী। একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা। পরে বিজেপির জেলা সভাপতি জানিয়ে দেন, ইস্তফা গ্রহণ করা হয়নি। সমীর বিশ্বাসই থাকবেন মণ্ডল সভাপতি। এর পাশাপাশি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন ও আগের মতো কাজ চালাবেন তিনি।


যদিও এই বিষয়ে সমীর বিশ্বাস বলেন, 'অভিমান ছিল। সেই কারণে আমি ইস্তফাপত্র পাঠিয়েছিলাম। কিন্তু ইস্তফা গ্রহণ করেননি জেলা সভাপতি। আমি আগেই বলেছিলাম, আমি মণ্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি, পার্টি ছাড়ছি না । জেলা সভাপতি ও প্রার্থী এসেছেন বাড়িতে। আমি আগামী দিনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামব।'


এই বিষয়ে বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলেন, 'অভিমান ছিল, মিটে গেছে।' এর পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপি নেতা নির্দল হিসেবে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সত্যজিৎ মজুমদারের বাড়িতেও আগামীদিনে প্রার্থী যাবেন বলে জানিয়েছেন।


এদিকে, বিজেপির মণ্ডল সভাপতির ইস্তফা ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি বলেন, 'ওঁদের লেনদেনের ব্যাপার । ওঁর মতো অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সাধারণ সম্পাদক নির্দেশ দিলে আগামী দিনে যোগদান করানো হবে।'


প্রসঙ্গত, বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে বিজেপিতে ক্ষোভ ছড়ায়। দলীয় পদে ইস্তফা দেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। যদিও কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে তিনি ইস্তফা দেননি। ওই বিজেপি নেতা দাবি করেন, দলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে লেখা ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বহিরাগত, সেই কারণেই প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। 


এর আগে প্রার্থী পদে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করার পরেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে কটাক্ষ করে তৃণমূল। 


এদিকে প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল এতটাই চরমে ওঠে যে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করেন বিক্ষুব্ধরা। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করা হয়। দলের ঘোষিত প্রার্থী বিনয়কুমার বিশ্বাস আদৌ বিজেপি করেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। প্রচুর টাকার বিনিময়ে বিজেপির প্রার্থী পদ বেচাকেনা হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।