সমীরণ পাল, বসিরহাট : হনুমানের (Monkey) কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্তের ঘটনা। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জনৈক এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক হনুমানের শাবকের। স্থনীয়দের অনুমান, তারপর থেকে মৃত শাবকের দুঃখ কষ্টে তাণ্ডব শুরু করে হনুমানটি। বিথারি এলাকায় দিয়ে শিশু, মহিলা ও পুরুষ যখনই যাচ্ছে, তখনই কারও হাতে আবার কারও মুখে কামড়ে দিচ্ছে হনুমানটি। আবার কারও পা-ও কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে। ইতিমধ্যে জখম শিশু, মহিলা সহ মোট কুড়িজনকে শাড়াফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে এলাকাবাসী ঘরের জানালা-দরজা বন্ধ করে রাখছেন। বেরোচ্ছেন না ঘর থেকেও। এমনকী আতঙ্কে ছেলে-মেয়েদের বাইরে পড়াশোনার জন্যও পাঠাতে পারছে না।


কার্যত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীর হনুমান, এনিয়ে বন দফতরকে খবর দেওয়া হয়েছে । খবর পেয়ে খাঁচা ও জাল নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা। ইতিমধ্যে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকরা।


গত এপ্রিল মাসে বাঁদরের কামড়ে বেঘোরে মৃত্যু হয় এক বৃদ্ধের। নিজেদের মধ্যে ঝগড়া করছিল দুই বাঁদর। সেই সময় ওই বৃদ্ধ তাদের সামনে চলে আসেন (Elderly Man Bitten by Monkey)। কিছু বুঝে ওঠার আগে আচমকাই নেমে আসে তাদের মধ্যে একটি বাঁদর। লাফিয়ে পড়ে কামড় বসায় বৃদ্ধকে। তাতে অসম্ভব রক্তপাত শুরু হয় ওই বৃদ্ধের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।


বাঁকুড়া (Bankura News) জেলার গঙ্গাজলঘাটির ঘটনা। ওই বৃদ্ধ গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামের বাসিন্দা। সকালে রুটি কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তখনই এই ঘটনা গটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের লোকজন এসে যদিও বাঁদর দু’টিকে জঙ্গলে নিয়ে যান। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।