সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আরও একবার পুলিশের মানবিকতার নিদর্শন পেল উত্তর ২৪ পরগনার বাসিন্দারা। বিহারের এক মানসিক ভারসাম্যহীন যুবককে রাস্তা থেকে উদ্ধার করে, তাঁকে ঘরে ফেরাল স্থানীয় পুলিশ।


চলছিল নিয়মিত টহলদারি। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ রবিবার রাতে নাটাবেড়িয়া এলাকায় সেই সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কর্তব্যরত পুলিশ অফিসাররা। খানিক কথা বলেই বুঝতে পারা যায় ওই যুবক আদতে বাঙালিই নন। যদিও সে নিজের নাম এবং বাড়ির মোবাইল নম্বর বলতে পেরেছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিহার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় সে। তবে এখানে পৌঁছে রাস্তা হারিয়ে অবশেষে বাগদায় এসে পৌঁছেছে ওই যুবক। বাগদা থানার তরফ থেকে বিহারে ওই যুবকের বাড়িতে ফোনে যোগাযোগ করা হয়। ফোন করে পরিবারকে জানানো হয় যে তাঁদের ছেলে বাগদা থানায় রয়েছে। ওই যুবকের নাম নীতীশ কুমার। তাঁর বাড়ি বিহারের সাহারশা এলাকার ধানুপুরা গ্রামে।


নীতীশ কুমার নামে ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে যে, নীতীশ কুমার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যান। স্বাভাবিকভাবেই পরিবারের তরফে তাঁকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিল। অবশেষে গতকাল রাতে স্বস্তির ফোন পায় নীতীশ কুমারের বাড়ির লোকজন। রবিবার রাতে ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় থানার পুলিশ। তখনই বাগদা পুলিশ ওই যুবকের বাড়ির হদিশ পান। এরপর বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয় তাঁর পরিবারকে। সোমবার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে তাঁর মামা বাবলু কুমার ও বৈদ্যনাথ সিংহ বাগদা থানায় এসে পৌঁছায় নীতীশকে নিয়ে যাওয়ার জন্য। বাগদা থানার ওসি উৎপল সাহা ওই যুবককে তাঁর মামার হাতে তুলে দেন। ঘরের ছেলেকে ফেরত পেয়ে পরিবারের পক্ষ থেকে বৈদ্যনাথ সিংহ বাগদা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।