সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ইচ্ছা পূরণ হতে চলেছে ইছামতীর (Ichhamoti Dredging)। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার সেই কাজের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ভোটের মুখে নদী সংস্কারের কাজ শুরু করায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। 


রূপ ফিরবে ইছামতীর?


মাঠ না জলাশয় দেখে বোঝার উপায় নেই। নদীর বুকে বাসা বেঁধেছে কচুরিপানা, আগাছার জঞ্জাল। পলি জমে জমে কমেছে নাব্যতা। এবার পুরনো রূপ ফিরে পেতে চলেছে ইছামতী।

উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত ২৩.৮১ কিলোমিটার নদীর সংস্কার শুরু হল। নদী সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে, এবং ইছামতী তাঁর পুরনো রূপ ফিরে পায় কি না সেটাই দেখার। নদীতে পলি জমে গতিপথ অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেও এলাকায় জল জমে যায়। ক্ষতিগ্রস্ত হয় চাষের কাজ। স্বরূপনগর ব্লকের তরুণীপুর ও গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুরের মাঝে যে কাঠের সেতু রয়েছে সেটি পাকা করে দেওয়ার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

স্বরূপনগরের এক বাসিন্দা বলেন, 'ব্রিজও দরকার, নদী সংস্কারও দরকার। যেই করুক, বিজেপি বা তৃণমূল।' অপর এক বাসিন্দার কথায়, 'ভাল উদ্যোগ। তবে এর সঙ্গে কালাঞ্চি ব্রিজের নিচে প্রচুর পলি জমে আছে। ব্রিজের তলা থেকে জল তো সরে না। সেখানেও সংস্কার দরকার। তেঁতুলিয়ার পরে ওদিকেও সংস্কার দরকার একেবারে হাঁসনাবাদ পর্যন্ত।'


ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ইছামতীর পরস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। এনিয়ে বাংলাদেশের প্রশাসনের সঙ্গেও কথা বলছে কেন্দ্রীয় জলপথ পরিবহণ দফতর।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, 'খুলনা, বরিশাল, যশোহর, এই সমস্ত এলাকাগুলিতে যদি বাণিজ্যিক বিষয় থেকে থাকে তাহলে ইছামতীর বিকল্প কিছু হবে না। তাই ইছামতীকে যদি আমরা সক্রিয় করতে পারি, এর নাব্যতা সঠিক করতে পারি তাহলে পেট্রাপোল থেকে যে ব্যবসা হয় সেটা ইছামতীর মাধ্যমেও করতে পারব, অন্যান্য সীমান্তগুলির মাধ্যমে।'

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'চার বছর পরে মনে পড়েছে যে এখানে নদীটা খারাপ আছে ঠিক করতে হবে। চার বছর সময় লেগেছে। কত টাকা অনুমোদন পাওয়া গেছে সেটাও বলতে পারছেন না। স্বাভাবিক কারণেই এটা ভোটের একটা প্রচার। ভোটের রাজনীতি করতে এসেছে। অন্য কিছু নয়। আজকে উদ্বোধন করে চলে যাবেন।'

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি ইছামতী নদীর সংস্কার হলে আগামী দিনে এই নদীর মাধ্যমে ভারত-বাংলাদেশ আন্তজার্তিক বাণিজ্য জলপথে সম্ভব হবে। এখন দেখার সংস্কারের ফলে মজে যাওয়া ইছামতী নদী তার পুরনো ছন্দ ফিরে পায় কি না।