সমীরণ পাল, মধ্যমগ্রাম: ভুয়ো কল সেন্টার খুলে ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। মধ্যমগ্রাম থেকে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা (TMCP)। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে সিপিএম। ঘটনার সঙ্গে দলের কোনও যোগ, নেই কেউ জড়িত হলে, আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে। ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গ্রেফতার TMCP নেতা : সহজ শর্তে মিলবে ঋণ। লাগবে কম নথিপত্র। এই দাবি করেই দেওয়া হত টোপ। আর সেই ফাঁদে পা দিলেই করা হত প্রতারণা। এই অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় পুলিশের জালে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি-র এক নেতা সহ ২ জন। ধৃত টিএমসিপি নেতা হলেন অভিজিৎ সাহা। মৌমিতা দাস হাজরা নামে এক টেলি কলারকেও গ্রেফতার করেছে বনগাঁ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বৈকুণ্ঠ রোডে বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছিল এই বেআইনি কল সেন্টার।
সহজে ঋণ পাইয়ে দেওয়ার নামে বনগাঁর এক বাসিন্দার কাছ থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। জানা যায়, প্রতারণার অঙ্ক প্রায় ২৫ লক্ষ। তৃণমূলের ছাত্রনেতা এই প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা বলে পুলিশের দাবি। সূত্রের খবর, ধৃত টিএমসিপি নেতা, বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি বিশ্বজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। এবিষয়ে, বিশ্বজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, এবিষয়ে কোনও মন্তব্য করবেন না। ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। জবাব দিয়েছে তৃণমূল। প্রতারণা চক্রে আর কারা জড়িত, তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ফুলবাগানের গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগে এবার দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২০০০ সালের র্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার জন্য শিয়ালদা আদালতে আবেদনও জানানো হয়। আদালতের সম্মতিতে ২ প্রাক্তনীর বিরুদ্ধে FIR পুলিশের। গুরুদাস কলেজে র্যাগিংয়ে অভিযুক্ত দুই প্রাক্তনীর নাম প্রীতম চট্টোপাধ্যায় ও অনুরাগ বিশ্বাস। এদের বিরুদ্ধে অভিযোগকারী কলেজ পড়ুয়াকে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। কলেজের অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতেই দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও গুরুদাস কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর নামেও অভিযোগ দায়ের হয়েছে। TMCP নেতার বিরুদ্ধে ইউজিসির-র কাছে অভিযোগ কলেজের এক ছাত্রের। র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার TMCP নেতার।
আরও পড়ুন: Birbhum News: দত্তপুকুরকাণ্ডের পর ফের বেআইনি বাজি কারখানার হদিশ, এবার কোথায়?