আব্দুল ওয়াহাব, বসিরহাট: আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে পাকড়াও কারবারি। ঘটনাটি ঘটেছে বসিরহাট সীমান্তের কলবাড়িতে। এ দিন দুটি রিভলবার ও পাঁচ-রাউন্ড গুলি-সহ এক আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিস অভিযানে নামে। বসিরহাট সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র পাচারের সময়ে পাকড়াও করা হয় পাচারকারিদের।


বসিরহাট থানার আই সি সুরেন্দার সিং পুলিস বাহিনী নিয়ে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যান।  ২৮ সেপ্টেম্বর রাত নটা নাগাদ মটর সাইকেল দুই ব্যক্তি সীমান্তবর্তী কলবাড়ি এলাকায় আসলে পুলিস তাদের  ঘিরে ধরে। এই সময়ে এক দুষ্কৃতী বাইক থেকে লাফ মেরে পালায়। আবুল হোসেন দফাদার নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে দুটি রিভলভর ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাকি দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


কিছুদিন আগেই মালদা থেকে আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও হয় এক অস্ত্র কারবারি। ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এদিন রাতে ওই অস্ত্র কারবারির খোঁজ পায় ইংরেজবাজার থানার পুলিশ। এর পরই স্থানীয় কাটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র কারবারির নাম মিনাতুল্লাহ শেখ। বয়স ৩৩ বছর। ধৃত ওই ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। এমনটাই খবর জানা গেছে পুলিশ সূত্রে।


ধৃত মিনাতুল্লাহ শেখের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করা হয় ৪টি আগ্নেয়াস্ত্র। কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগড় এলাকায় দাঁড়িয়েছিল ওই কারবারি, এমনটাই প্রাথমিক অনুমান করে পুলিশ। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করে। এরপর ধৃত ওই অস্ত্র কারবারিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।