সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা) : রাতারাতি ভাগ্যবদল। পেশায় মুদিখানা দোকানে দিনমজুর, কোনওক্রমে দিন আনি দিন খাইয়ের সংসার, বসতি বলতে ছাউনির ঘর। চূড়ান্ত অভাবের সংসারে হঠাৎই এল আনন্দ সংবাদ। লটারির টিকিটে একেবারে কোটিপতি দেগঙ্গার কলসুরের বাসিন্দা দীপক পাইন। তবে ভাগ্যবদলের সঙ্গী হয়েছে একরাশ উদ্বেগ। এত টাকা একসঙ্গে টাকা কীভাবে হাতে পাবেন, আর তা এভাবে হাতে এসে পৌঁছনো পর্যন্ত সবটা নিরুপদ্রবে কাটবে তো? এই আশঙ্কা মাথায় আসতেই সোজা কোটিপতি করে দেওয়া লটারির টিকিট হাতে দেগঙ্গা থানায় হাজির দীপকবাবু। পুলিশি নিরাপত্তার আশ্বাস মেলার পর বাড়ি ফিরলেও মনের কোনে জন্মানো আশঙ্কাটা দূর হচ্ছে না ভাগ্যবদল বাস্তব রূপ না দেখা পর্যন্ত। 


দীপকবাবুর মতোই তাঁর পরিবারের সদস্যদের মধ্যে অবশ্য দিন বদলের স্বপ্ন। আর পাঁচটা কাজের দিনের মতোই মুদিখানা দোকানের মালিকের কথায় পাশের দোকান থেকে চা আনতে গিয়েছিলেন দীপকবাবু। চা কেনার জন্য দাঁড়ানোর মাঝে পাশের লটারির দোকানির সঙ্গে গল্প চলছিল অন্য দিনগুলোর মতোই। তখন লটারির দোকানের মালিক তাঁকে জানান, তাঁর কাছে আর আটটা টিকিট পড়ে আছে। সেগুলো বিক্রি হয়ে গেলেই সেদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির পথ ধরবেন। ভাগ্যোদয় হয়তো এভাবেই হয়। দীপকবাবু লটারির দোকানিকে বলেন, আটটা টিকিট তাঁকে বিক্রি করে দিয়ে দোকান সেদিনের মতো বন্ধ করে দিতে। কোটিপতি হওয়ার স্বপ্ন মনে লালিত হলেও তাঁর টাকা টিকিটেই যে লুকিয়ে ভাগ্যবদলের বীজ, তা ঘুণাক্ষরেও টের পাননি দীপকবাবু। পরের দিন দোকানে কাজের মাঝে পাশের লটারির দোকানি কার্যত দৌড়ে এসে তাঁকে সুখবর শোনান।


দীপকবাবু বলছিলেন, 'প্রথমে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যখন পাশের লটারির দোকানি বলল আমার কাটা টিকিটগুলোর মধ্যে একটা প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছে।' আপাতত তাঁর শঙ্কা কীভাবে পাওয়া টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে, সেই আশঙ্কা ও রাতারাতি কোটিপতি হওয়ার খবরের পর নিরাপত্তাহীনতা বোধ করায় দেগঙ্গা পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। রাতারাতি ভাগ্যবদলের পর কোটিপতি, এবার এই টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে একগাল হাসি ও কিছুটা শূন্য দৃষ্টিতে দীপকবাবু বলেছেন, 'সারাজীবন ছাউনির ঘরে থেকেছি, একটা পাকা বাড়ি করতে চাই। সঙ্গে ছেলের ভবিষ্যৎ পড়াশোনাটুকু নিশ্চিত করতে পারলেই খুশি। যে টাকা হাতে থাকবে তা দিয়ে নিরুদ্রপবে বাকি জীবনটা কাটিয়ে দেব।'


আরও পড়ুন- শ্বশুরবাড়িতে এসে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকার বাজিমাৎ জামাইয়ের


আরও পড়ুন- ৩০ টাকার লটারি কেটে নিজেই কোটিপতি হয়ে গেলেন লটারি-বিক্রেতা