সমীরণ পাল, দেগঙ্গা: অটো এবং টোটো চালকদের সংঘাতে উত্তপ্ত দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার। যাত্রী নিয়ে সমস্যার জেরে সংঘাত ওঠে চরমে। অটো চালকরা টোটো চালকদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার সময় ভাঙচুর করা হয় দুটি টোটোও। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেগঙ্গা থানা থেকে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে বেলিয়াঘাটা ইছাপুর রোডে অটো পরিষেবা বন্ধ হয়ে যায়।  এদিকে অটো-টোটো বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। 


এদিকে টোটো চালক দের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অটোচালকদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এই রুটে টোটো চালাতে দিচ্ছে না এবং তারা যখন দীর্ঘ ১১ মাস পরে এই টোটো চালাতে আসে তখন অটো চালকরা তাদের উপরে চড়াও হয় মারধর করে এবং দুটি টোটো ভাঙচুর করে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য বেলিয়াঘাটা ইছাপুর রোডে অটো পরিষেবা বন্ধ রয়েছে। যতক্ষণ না সুনির্দিষ্ট মীমাংসা হবে ততক্ষণ এই টোটো এবং অটো পরিষেবা বন্ধ থাকবে বলে জানান হয়েছে। 


অন্যদিকে, বাসের ভাড়া বাড়েনি, তার ওপর জরিমানার অঙ্ক বেড়েছে। এই সব কারণে রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে মালিক সংগঠনের দাবি। আজ কসবা ও আনন্দপুরে বাসস্ট্যান্ডে দেখা যায়, অনেক বাস বেরোয়নি।  রাস্তায় বাসের সংখ্যাও কম বলে যাত্রীদের অভিযোগ।                                                                                               



দিনকয়েক আগেই তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে কামারহাটিতে কার্যত ‘ধর্মঘট’ চলে। বাস-টোটো-অটো বন্ধ করে দেয় আইএনটিটিইউসি। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে প্রতিবাদ চলে। প্রার্থী বদল না করলে কারখানাও বন্‍‍ধের হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। এদিকে জেলায় জেলায় অশান্তি বাড়ছে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে। যা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, সিপিএম-কংগ্রেস-বিজেপি পরিকল্পনা করে করছে। তৃণমূলের কেউ বিক্ষোভ দেখায়নি।