সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনাকালে কালীপুজোর (KaliPuja 2021) জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত (Barasat) জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড (Kalipuja guid Map) ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে (Barasat) প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।


হুগলির চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তেমনি, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নামধাম কালীপুজোর জন্য। জেলা পুলিশের দাবি,  এ’বছর বারাসাতে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৬৩৬টি কালী পুজো হচ্ছে। 


কালীপুজো উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। কিন্তু, করোনাকালে গতবছর তাতে ছেদ পড়েছিল। আর এ’বছর, ফের কিছুটা ছন্দে ফিরতে চলেছে বারাসাত-মধ্যমগ্রাম। একাধিক বিগ বাজেটের পুজো হচ্ছে।


সোমবার, কালীপুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বারাসাত জেলা পুলিশ। পাশাপাশি, ‘বারাসাত PD দীপাবলী উৎসব ২০২১’ নামে একটি অ্যাপও চালু করা হয়েছে। 


করোনাকালে কালীপুজো। সেই কারণে, পুলিশের তরফে ১৩টি বিশেষ গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, তিন দিক খোলা মণ্ডপ করতে হবে। দর্শণার্থীদের জন্য রাখতে হবে, পৃথক ঢোকা-বেরনোর রাস্তা। 


বারাসাত জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে ১ হাজার ৫০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। থাকবে, পুলিশের বিশেষ বাইক স্কোয়াড। গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হবে।


অন্যদিকে, জলপাইগুড়িতে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ। ৫টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে স্থানীয় পুরসভা। জেলাজুড়ে মানুষজনকে সতর্ক করতে চলছে মাইকে ঘোষণা। দুর্গাপুজোয় বাঁধনহারা উচ্ছ্বাস। করোনা বিধির তোয়াক্কা না করে পুজোর আনন্দে সামিল হওয়ার ফল মিলেছে হাতেনাতে। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ!