সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আসলে তিন ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী পাঁচ ছেলে!এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই জানতে পারলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা। এনিয়ে অভিযোগ জানানো হয়েছে BDO-র কাছে। গাইঘাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি। 

Continues below advertisement

আরও পড়ুন, 'এটা পশ্চিমবঙ্গের জয়..', শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

তিন সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি ৫ সন্তানের বাবা! SIR চলাকালীন ফের সামনে এল এরকম আজব ঘটনা। আলিপুরদুয়ারের পর এবার উত্তর ২৪ পরগনা। গাইঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তাঁর তিন সন্তান।কিন্তু, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর BLO বাড়িতে এসে সাত জনের এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেই ফর্ম দেখে তিনি জানতে পারেন, রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দু-জন তাঁকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। কিন্তু, রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি এই নামের কাউকে তিনি চেনেনই না!

গাইঘাটা বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন,আমার পরিবারে ৫ জন মানুষ। আমার ফর্ম পেয়েছি ৭ খানা, ২ ফর্ম কোথা থেকে এসেছে জানি না। যেটা আমার না। আমার ছেলে না। আমাকে বাবা বলে ফর্ম ২টো ওখান থেকে এসেছে। ৫টা রেখে ওই ২টো আবার BLO-র কাছে ফেরত দিয়েছি। আমার ৩ ছেলে। সেই ২টোকে চিনি না।' পরে, জানা যায় ওই দু-জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে অনলাইনে অনুমারেশন ফর্ম পূরণও করে দিয়েছে। গাইঘাটার বাসিন্দা  রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুনেছি যে মায়াপুর না কোথায় থাকে একটা ঠিকানা, ওটা বাদ যাক, ওটা আমার তো ভোটার নয়। বনগাঁ দক্ষিণ ১৯১ নম্বর পার্ট BLO  মৌটুসী দাস বলেন, রবীন্দ্রনাথ বিশ্বাস তাঁর ৩ ছেলে, কিন্তু ভোটার লিস্টে আছে তাঁর ৫ ছেলে, ওরা ওই ফর্ম ২টো আমাদের ফেরত দেয়, কিন্তু আমি দেখি ওঁরা অনলাইন পূরণ করেছে। শুধু ভোটার তালিকায় নাম তোলাই নয়, রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ব্যবহার করে আধারকার্ডও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে  অয়ন বিশ্বাস বলেন,'আমরা ৩ ভাই সেখানে আরও ২ জন যুক্ত হচ্ছে, সেই জিনিসটা যাতে কেটে দেওয়া হয়। এটা জানতে পেরেছি আমরা এই ঠিকানায় ওদের আধার কার্ড এসেছিল। সেখান থেকেই আমাদের (নজরে) আসে।'

এনিয়ে BDO-র কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে গাইঘাটার এই আজব কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি।দুই সন্তানের বাবা ভোটার তালিকায় দেখেন, তিনিই ৬ সন্তানের বাবা! SIR-আবহে সম্প্রতি, এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে।এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।