সমীরণ পাল, ভাটপাড়া : সকাল থেকেই উত্তপ্ত ভাটপাড়া (bhatpara)। একের পর এক গন্ডগোলের খবর আসছে। ভোট লুঠের অভিযোগ করেছেন বিরোধীরা। সরব অর্জুন সিংহও (Arjun Singh)। এরই মধ্যে আবার ভাটপাড়ায় গ্রেফতার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং ও নির্দল প্রার্থী প্রমোদ সিং। দু’জনেই অর্জুন সিংয়ের আত্মীয়। অভিযোগ, এই ওয়ার্ডের বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ইভিএম ভাঙচুরের হুমকি দেন বিজেপি ও নির্দল প্রার্থী। একই অভিযোগে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকেও গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আতপুর এলাকায় উত্তেজনা।


অন্যদিকে, তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিভিন্ন বুথে গিয়ে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন অর্জুন সিংহ। এমনটাই অভিযোগ করেন তৃণমূল নেতা । পার্থ ভৌমিক বলেন, বিজেপি ময়দানেই নেই, অর্জুন গণ্ডগোল সৃষ্টি করে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছেন।


আরও পড়ুন :


লাথি-ঘুষি, মেরে ফাটানো হল মুখ, দিকে দিকে রক্তাক্ত এবিপি আনন্দ


রবিবার সকালেই বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ ঘিরে  উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ড।  জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিংহ ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। অর্জুন সিংয়ের দাবি, বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও তা অস্বীকার করে পুলিশ। 


অন্যদিকে , ভোট লুঠের অভিযোগ তুলে কেঁদেই ফেললেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাকেশ সিংহ। ভাটপাড়া হাইস্কুলে ভোট লুঠ চলছে বলে অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্থী।