সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে উত্তেজনা ছড়াল গাইঘাটায়। বাম শ্রমিক সংগঠন CITU-র পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। বামেরাই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)।
পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা: বাম শ্রমিক সংগঠন CITU-র পার্টি অফিসের বোর্ডে লাল কালি লেপা। CITU মুছে লেখা হয়েছে বিজেপি। পার্টি অফিসের সামনে বামেদের কর্মসূচির ফ্লেক্স ছেঁড়া। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসার আগে ঠাকুরনগরে উত্তেজনা ছড়াল। বিজেপির বিরুদ্ধে পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ তুলেছে সিপিএমের শ্রমিক সংগঠন CITU। স্থানীয় সূত্রে দাবি, গাইঘাটার চাঁদপাড়া স্টেশন লাগোয়া এই ঘরে প্রায় ৪৮ বছর ধরে CITU-র অফিস রয়েছে। বৃহস্পতিবার ঠাকুরনগরের তালতলা মাঠে কর্মিসভা করেন সুকান্ত মজুমদার। তার আগের রাতে CITU-র পার্টি অফিসে তাণ্ডব চলে। যা নিয়ে গেরুয়া শিবিরকেই নিশানা করেছে শ্রমিক সংগঠনের নেতারা। CITU নেতা কপিল ঘোষের দাবি, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে। গাইঘাটার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। আগে গাইঘাটায় এমন এমন ঘটনা কখনো দেখা যায়নি।’’
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ বলেন, “বামেদের অনেকেই বিজেপিতে আসার জন্য যোগাযোগ রাখছে। অতি উৎসাহিত হয়ে যদি কেউ এমন ঘটনা ঘটায় তার জন্য দায়ভার তার। এর জন্য বিজেপি কোন ভাবে দায়ী নয়।’’ বিজেপি CITU-র পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করলেও, তাদেরক কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা বলেন, “বামেদের ভোট বিজেপিতে গিয়েছে ফলে এটা না হওয়ার তেমন কিছু নেই। গাইঘাটার সংস্কৃতিতে এই ধরনের রাজনীতি নেই।’’ পঞ্চায়েত ভোটের আগে CITU-র পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ ঘিরে সরগরম গাইঘাটা।যদিও এনিয়ে কেউ থানায় অভিযোগ করেনি।
দিনকয়েক আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় বাম-বিজেপি। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয় বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। বাকি ১১টি আসনে নির্বাচন হয়।
আরও পড়ুন: Suvendu Adhikari: চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর