সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঘুরে যাওয়ার পরেই কাঁচরাপাড়ায় বিজেপি (BJP) যুব মোর্চা নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। গতকাল দুপুরে নদিয়া থেকে ফেরার পথে, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারির কাঁচরাপাড়ার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর কয়েকঘণ্টা পর, রাতে বিজেপি যুব মোর্চার নেতার বাড়ি লক্ষ্য করে বোমা (Bomb) ছোড়া হয়। তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                         


এদিকে, বাগদার হেলেঞ্চায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীনই তুমুল অশান্তি! জেলা সভাপতির সামনে টেবিল চাপড়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। আলোচনা ছাড়াই বাগদা বিধানসভার কনভেনারের নাম ঘোষণা করার পরই অশান্তি শুরু! দাবি বিজেপির মণ্ডল সভাপতির। এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।  সূত্রের খবর, সেখানে বাগদা বিধানসভার কনভেনার হিসেবে ভগীরথ ঘোষের নাম ঘোষণা করেন তিনি। আর তারপরই বিক্ষোভ শুরু করেন কর্মী সমর্থকরা।        


আরও পড়ুন, ‘অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতেন মিডলম্যান প্রসন্ন’, এসএসসি দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


এদিন চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। বাগদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে বিশৃঙ্খলা। কনভেনারের নাম ঘোষণা হতেই বিক্ষোভ। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপির জেলা সভাপতি। কটাক্ষ তৃণমূলের। কোনও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব। 


অন্যদিকে, ভিতরে দলের অনুষ্ঠান চলছে। আর বাইরে তুমুল হাতাহাতিতে জড়ালেন কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল ICCR-এ। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শনিবার সল্টলেকে ICCR-এর বাইরে এভাবেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কয়েকজন নেতা কর্মী। ভিতরে তখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রীর শাসনকাল নিয়ে আলোচনায় ব্যস্ত।  ঠিক সেই সময়েই হলের বাইরে বচসা বাধে। নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করা সব্যসাচী রায়চৌধুরী নামে এই ব্যক্তিকে, তৃণমূলের দালাল বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা অভিজিৎ নাহা। তাঁর বিরুদ্ধে, ভুয়ো CBI অফিসার পরিচয় দেওয়া...টাকা তোলা-সহ একাধিক অভিযোগ আনা হয়। উল্টোদিক থেকে গরু পাচার নিয়ে কটাক্ষ উড়ে আসে। সব মিলিয়ে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিল এদিনের ঘটনা।