সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ‘ওপারে যে বাংলাদেশ/ এপারেও সে বাংলা’...সুভাষ মুখোপাধ্যায়ের 'পারাপার' কবিতার লাইনদুটি বহু বছর ধরে নিজেদের মতো করে যাপন করতেন ওঁরা। কিন্তু গত ২২ বছর ধরে সেই যাপন বন্ধ হয়ে যায়। এবার ইদ উপলক্ষে ফের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ (Indo Bangladesh Border) সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলার মিলনোৎসব, নৌকো বাইচ প্রতিযোগিতা (Bych Competition)।


বিশদ...
এমনিতে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের সময়, দু-পাড়ের মানুষকে কাছাকাছি আসতে দেখা যায়। ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার সেই মিলনের ছবি অনেক কিছু মনে করিয়ে দেয় অনেককে। উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যখন উৎসবের মেজাজ থাকে, তখন ওপারে বাংলাদেশের সাতক্ষীরাতেও শোনা যায় বিসর্জনের ধ্বনি। মাঝখানে দিয়ে বয়ে চলা ইছামতী সাক্ষী থাকে সেই বিসর্জনের। দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা নিরঞ্জন। টাকি রাজবাড়ি ঘাটে টাকি পুবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। কড়া নজরদারি রাখে BSF আর বর্ডার গার্ড বাংলাদেশ। আন্তর্জাতিক জলসীমানার বাইরে না যাওয়ার জন্য নজরদারি চলে দিনভর। যে নদী দুই বাংলাকে ভাগ করেছে, সে দিন সেই নদীর জলেই ধুয়ে-মুছে সাফ হয়ে যায় বিভেদ-রেখা।
সে দিক থেকে এদিনের উৎসব বেশ কিছুটা আলাদা। এই উৎসব বন্ধ হয়েছিল ২০০২ সালে। মাঝে কেটে গিয়েছে ২২টি বছর। কিন্তু ঐতিহ্য ভোলেননি এপার বা ওপার, কোনও দিকের বাসিন্দারাই। তাই মিলনোৎসব ফের শুরু হওয়ার আনন্দে দ্বিধাহীন ভাবে সামিল হয়েছেন। নির্দিষ্ট করে বললে, ২২ বছর পর স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে  ফের এই নৌকো বাইচ প্রতিযোগিতা হল। বঙ্গের ঐতিহ্যবাহী এই উৎসবকে ফিরিয়ে আনতে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটির পাশাপাশি তৎপর হয়  সীমান্ত রক্ষী বাহিনীও। দু-তরফের যৌথ উদ্যোগে নতুন করে অনুষ্ঠিত হল নৌকো বাইচ প্রতিযোগিতা।


অভিজ্ঞতা...
প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তা দেখার জন্যও দুই বাংলার দুই পারে মানুষের ঢল নামে। দেখার মতো হয় সেই দৃশ্যও। যেখানে এই নৌকো বাইচ প্রতিযোগিতা হয়েছে, সেখান দিয়েই বয়ে গিয়েছে সোনাই নদী। এর এক পাড়ে ভারত, অন্য পাড়ে বাংলাদেশ। এই নদীর জলেই মিলনোৎসবের প্রতিযোগিতা উপভোগ করলেন বহু মানুষ। ঐতিহ্যের সাক্ষী থাকলেন তাঁরা, ফিরে এল দু-দশক পুরনো অগুনতি স্মৃতি। অনেকেরই হয়তো চোখের কোণে তখন জল। এই মিলনোৎসবের সঙ্গে দুই বাংলার ঐতিহ্যের ইতিহাসও জড়িয়ে, সে সব কথাও কি ভিড় করল না? কে বলে উৎসব মানে শুধুই কিছু তাৎক্ষণিক মুহূর্ত? তার সঙ্গে জুড়ে থাকে অতীতের আবেগ আর ভবিষ্যতের আশা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:তৃণমূলের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের লোগোর উপর বিজেপি প্রার্থীর স্টিকার ! উত্তেজনা ব্যারাকপুরে