সমীরণ পাল, ব্যারাকপুর : হটস্পট ব্যারাকপুর (Barrackpore Lok Sabha Constituency)। নিত্যদিন রাজনৈতিক চাপানউতোর লেগেই রয়েছে এই কেন্দ্রে। এবার দেওয়ালে তৃণমূলের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের লোগোর উপর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের (BJP Candidate Arjun Singh) স্টিকার দেখা গেল ! যে ঘটনাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়াল ব্য়ারাকপুর সেন্ট্রাল রোডে । খবর পেয়ে সেখানে যান ব্য়ারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, ব্য়ারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। বিজেপির বিরুদ্ধে স্টিকার লাগানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, প্রচার পেতে নিজেরাই স্টিকার লাগিয়েছে তৃণমূল।


একনজরে ঘটনা-


গতকাল ব্যারাকপুরের সেন্ট্রাল রোডে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে যেসব দেওয়াল লিখল করা ছিল, তাতে তৃণমূলের প্রতীক ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডারের ছবি ছিল। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে সেই প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের ছবির উপর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস-সহ একাধিক নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এলাকায় গন্ডগোল পাকানোর জন্য দেওয়াল লিখনের উপর এভাবে স্টিকার লাগানো হচ্ছে বিজেপি প্রার্থীর সমর্থনে। এর আগে বিভিন্ন জায়গায় পোস্টারও ছেঁড়া হয়েছে বলে অভিযোগ করেছেন পার্থ ভৌমিক।  


যদিও বিজেপির পক্ষ থেকে স্পষ্ট এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, তৃণমূলের কোনো সমর্থন নেই মানুষের কাছে। সেই কারণে অবান্তর অভিযোগ করা হচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।  


এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট প্রত্যাশী ছিলেন অর্জুন সিংহ। কিন্তু, রাজ্যের শাসক দল তাঁকে টিকিট দেয়নি। তারা পার্থ ভৌমিককে প্রার্থী করে। এনিয়ে প্রাথমিকভাবে ক্ষোভ-বিক্ষোভ দেখানোর পর, শেষমেশ তিনি ফিরে যান বিজেপিতে। গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তাঁকে ব্যারাকপুর থেকেই টিকিট দেয় বিজেপি। দলবদলের পর জোরদার প্রচারের ময়দানের নেমে পড়েছেন তিনি। পাল্টা প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন পার্থ ভৌমিকও। হাইভোল্টেজ এই কেন্দ্র এবার কে শেষ হাসে সেটাই দেখার। 


আরও পড়ুন ; '২০১৯-র পর এই অঞ্চলের অবস্থা তরমুজের মতো', ব্রাত্যর নিশানায় অর্জুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।