সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : ভরসন্ধেয় দত্তপুকুরের ( Duttapukur )খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি ( Businessman Murder ) করে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম মন্মথ মণ্ডল। তিনি নাকি বিজেপি করতেন, এমনটাই দাবি করেছে স্থানীয় গেরুয়া শিবির। নিহতকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি (BJP) ।
বিজেপির (BJP) দাবি আর পরিবারের দাবি কি একই ?
কিন্তু মৃতের পরিবার মনে করছে না এর মধ্যে কোনও রাজনীতি আছে। মন্মথ মণ্ডল ব্যবসা করতেন। সেই সূত্রে কারও সঙ্গে ব্যবসায়িক শত্রুতা হয়ে থাকতে বলে সন্দেহ পরিবারের। আর তার জেরেই খুন হতে হল তাঁকে, মনে করছে মৃতের পরিবার।
খুনের পিছনে কি ৫ বিঘা জমির বিক্রি নিয়ে বিবাদ?
এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৃতের পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। একসপ্তাহ আগে জমি ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ব্যবসায়ীর অংশীদারের দাবি, ব্যবসা চালাতে মাসছয়েক আগে দুষ্কৃতীদের সমঝোতা করা হয়। লাভের ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দেন জমি ব্যবসায়ী। এরপরেও বারবার তোলা চেয়ে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। নিহতের পরিবার ও অংশীদারের দাবি খতিয়ে দেখছে পুলিশ।
জমি কেনাবেচার ব্যবসা করতেন নিহত
স্থানীয় সূত্রে খবর, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন মন্মথ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে বছর ষাটের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
কোথায় কোথায় আঘাত
মাথায় ও কানের নিচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসকদল।
আরও পড়ুন :
হরিদেবপুরের মৃত্যুর পরও ফেরেনি হুঁশ, শহরে কোথাও খোলা তার, কোথাও জয়েন্টবক্স !
খড়গপুরেও শ্যুটআউট
দত্তপুকুরের পাশাপাশি, খড়গপুরেও শ্যুটআউট। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়।
কোথায় আঘাত
বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।