সমীরণ পাল, হাবড়া: দক্ষিণ দমদমের পর এবার হাবড়া পুরসভা। পরিবারের সকলে করোনার দুটি টিকা নিলেই সম্পত্তি করে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা। ভ্যাকসিনেশনে উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল হাবড়া পুরসভা। পুর প্রশাসক জানিয়েছেন, ১ লক্ষ ২০ হাজার নাগরিক করোনার প্রথম ডোজ নিয়েছেন।


কিন্তু সচেতনতার অভাবে অনেকেই দ্বিতীয় ডোজ নিতে চাইছেন না। তাঁদের উত্সাহিত করতেই পুরসভার ঘোষণা, পরিবারের সকলের করোনার দ্বিতীয় ডোজের প্রামাণ্য নথি জমা দিলে আগামী ত্রৈমাসিকে পুরসভার সম্পত্তি করে মিলবে ২৫ শতাংশ ছাড়। বিজেপির কটাক্ষ, পুরভোটের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।             


এর আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের শংসাপত্র দেখাতে পারলেই গৃহ-করে মিলবে ২৫ শতাংশ ছাড়! ১৫ থেকে ১৮ বছর বয়সীরা ভ্যাকসিন নিলেই পাবে পছন্দের খেলা অথবা স্কুলের সামগ্রী! ভ্যাকসিনেশনে উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভার। 


আরও পড়ুন, দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, কমল দৈনিক সংক্রমণ


করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে গৃহকরে ছাড় পাবেন দক্ষিণ দমদম পুর এলাকার বাসিন্দারা। তৃণমূল পরিচালিত ওই পুরসভার তরফে ঘোষণা করা হয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের শংসাপত্র দেখাতে পারলে গৃহকরে ২৫ শতাংশ ছাড় মিলবে। করোনাকালে বহু সাধারণ মানুষের আয় যখন তলানিতে, তখন দক্ষিণ দমদম পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন স্থানীয়রা। শুধু কর ছাড়ই নয়।  ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে উৎসাহ বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। 


এদিকে, Indian Council of Medical Research বা ICMR জানিয়েছে, এক গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত হওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, পরবর্তী কালে তা শুধু ওমিক্রন নয়, রুখে দিতে পারে করোনার যে কোনও ভ্যারিয়েন্টকে। অন্যদিকে সূত্রের খবর, দাম নির্ধারণের পর খুব শীঘ্রই খোলাবাজারে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে অনুমোদন মিলবে DCGI-এর।