কলকাতা : অগ্নিগর্ভ কাশীপুর (Cossipore )। চিত্‍পুর থানার পুলিশ এলেও বিজেপি যুব মোর্চার ওই নেতার দেহ উদ্ধার করতে বাধা দেন স্থানীয় বিজেপি (BJP) কর্মীরা। দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ  চলছে । উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয়। বিজেপি ও তৃণমূল (TMC) - দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে আসে। এদিকে স্থানীয় বিজেপি কর্মীরা দেহ বের করতে দেবে না বলে বদ্ধপরিকর। এলাকায় উপস্থিত তৃণমূল নেতা অতীন ঘোষ। আছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, দিলীপ ঘোষ। 

দেহ বের করার চেষ্টা

তিন-তিনবার দেহ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু বিজেপি কর্মীদের বাধায় ব্যর্থ হয় পুলিশ। এলাকায় রয়েছেন পুলিশের উচ্চ পদমর্যাচার অফিসাররা। তাঁরা দেহ বের করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে চারিদিক থেকে "খুন'', "খুন'' বলে স্লোগান ওঠে। দেহ উদ্ধারের পর ৫ ঘণ্টা কেটে গেলেও দেহ বের করা যায়নি। ফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মৃতের পরিবারের সদস্যদের আরও অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল অর্জুন! চিৎপুর থানার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি!




প্রেক্ষাপট 

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘরে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতের পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বিজেপি যুব মোর্চার ওই নেতাকে।


 উত্তরপাড়ায় রাস্তা অবরোধ
কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে, এই অভিযোগে হুগলির উত্তরপাড়ায় রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।