সমীরণ পাল, বাদুড়িয়া : ১০০ দিনের কাজে বিরোধীদের বঞ্চিত করার অভিযোগে উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) বাদুড়িয়ায় (Baduria) পড়ল পোস্টার। রাস্তার কাজ না হওয়ার জন্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধেও পড়ে পোস্টার। আমরা-ওরার অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, নিয়মমাফিক কাজ দেওয়া হয়।


সরকার সবার। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাবে কারা ? তা নিয়েই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ‘আমরা-ওরার’ অভিযোগ উঠল!


১০০ দিনের কাজে বিরোধীদের বঞ্চিত করার অভিযোগে বাদুড়িয়ার একাধিক জায়গায় সিপিএমের নামে পড়ল পোস্টার। রাস্তা সংস্কার না হওয়ায়,
তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধেও পড়েছে পোস্টার। প্রশাসন সূত্রে খবর, তৃণমূল পরিচালিত বাদুড়িয়ার রামচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার ৪ হাজার জব কার্ড গ্রাহক রয়েছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র তৃণমূলের সমর্থকরাই কাজ পান।


বাদুড়িয়ার সিপিএম নেতা শঙ্কর ঘোষ বলেন, ১০০ দিনের কাজে তৃণমূল ছাড়া আর কেউ কাজ পায় না। সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা করে তাদের কাজ দেওয়া হয় না। প্রধান, বিডিওর কাছে গেলেও কর্ণপাত করেনি।


পোস্টার বিতর্কে প্রতিক্রিয়া দিতে চাননি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বিরোধীরা অপপ্রচার করছে। এলাকার তৃণমূল নেতা অলোক মণ্ডল বলেন, ওদের মিথ্যা কথা বলা অভ্যাস। প্রধান স্বচ্ছ ব্যক্তিত্বের মানুষ, সকলকে তিনি কাজ দেবেন এটা আমাদের নির্দেশ রয়েছে। সবাই কাজ পাবে। সিপিএম আমাদের কালিমালিপ্ত করতে এধরনের অপপ্রচার করছে।


সব মিলিয়ে সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগে পোস্টার ঘিরে সরগরম বাদুড়িয়া। 


প্রসঙ্গত, এর আগে গত বছর তৃণমূল কংগ্রেসের মিছিলে অনুপস্থিত থাকায় ১০০ দিনের কাজের তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ৪০ জন গ্রামবাসীকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগকারীদের বেশিরভাগই মহিলা। তাঁরা জানিয়ছিলেন, ‘তৃণমূলের মিছিলে যেতে বলেছিল। যেতে পারিনি। তাই কাগজ পড়ে বলে দিল ১০০ দিনের কাজ দেওয়া হবে না।’