সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে (Barrackpore)সিপিএমের (CPM Attacked) ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 


কী জানা গেল? 
দুর্নীতি, আইনশৃঙ্খলা ইত্যাদি ইস্যুতে বাড়ি বাড়ি গিয়ে সই সংগ্রহ করছিল সিপিএম। সেই সময়ই তাদের উপর হামলা চালায় তৃণমূল, অভিযোগ এমনই। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিনই আবার অন্য একটি ঘটনায় পথ সভা করার জন্য সিপিআএমের দলীয় পতাকা, মাইক লাগানোর সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। প্রতিবাদে হাড়োয়া থানার সামনে হাড়োয়া লাউহাটি রোড অবরোধ বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। পরে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাড়োয়া এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক অধীর রঞ্জন মল্লিক অভিযোগ করেন, 'গোপালপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় আজ বিকালে সিপিএমের পথসভা হওয়ার কথা ছিল। সেইমতো দলীয় পতাকা লাগানোর পাশাপাশি মাইক বাধা হচ্ছিল। আচমকা গোপালপুর দু'নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি বাগবুল কালাম মুন্সি দলবল নিয়ে সিপিএম কর্মী সমর্থকদের উপরে সশস্ত্র হামলা চালায়। মাইক ভেঙে ফেলে দেয়এবং সিপিএমের দলীয় পতাকায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।' এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার প্রতিবাদে বেলা বেলা ১ থেকে হাড়োয়া লাউহাটি রোড অবরোধ বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। প্রায় ৪৫ মিনিট পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 
হাড়োয়া মন্ডলের বিজেপির সভাপতি বিমল দাস বলেন, 'সারা রাজ্যজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তৃণমূল। বোমা, গুলি, বন্ধুক নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরা প্রার্থী না দিতে পারেন। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে, হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, গোপালপুর ২ নম্বর অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সীর অবশ্য বক্তব্য, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। গোপালপুর দু'নম্বর অঞ্চলে সিপিএম বিরোধীদের কোন অস্তিত্ব নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিএমের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তৃণমূলের উপরে মিথ্যা দোষ চাপাচ্ছে তারা। আর ভারতীয় জনতা পাটির কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা।


আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?