সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ক্যালেন্ডার বলছে শরৎ, কিন্তু, এখনও পাকাপাকিভাবে বিদায় নেয়নি বর্ষা! পুজো আসতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও, আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে ভয়! ভয়ের অপর নাম ডেঙ্গি! (Dengue) উত্তর ২৪ পরগনা জুড়েই দাপট দেখাচ্ছে ডেঙ্গি। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। 



বনগাঁর ভয়াবহ পরিস্থিতি

 এই জেলায় ডেঙ্গি পরিস্থিতি (dengue outbreak) ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। বিশেষত কোনও কোনও অঞ্চলে। চলতি মরশুমে গ্রামাঞ্চলে বনগাঁ ব্লকের আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত গোটা ব্লকে মোট আক্রান্ত ৬৩২ জন। প্রতিদিনই নতুন নতুন এলাকায় কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকারের ডেঙ্গি নিয়ন্ত্রণের সদিচ্ছা নেই বলে কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে, ডেঙ্গি মোকাবিলার বদলে তার উৎস সন্ধানে বেশি ব্যস্ত বনগাঁ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভানেত্রী। 


উত্তর ২৪ পরগনার কোথায় কেমন পরিস্থিতি ?


উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে ২০সেপ্টেম্বর অবধি হিসেব অনুসারে, ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। আগের এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 


কোন জেলায় কী পরিস্থিতি ?


ডেঙ্গি সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনাকে কেন্দ্র করে। এর গ্রামীণ অঞ্চলের মধ্য়ে হাবড়া, গুমা, বনগাঁয় সংক্রমণ সবচেয়ে বেশি। বসিরহাট স্বাস্থ্য জেলার মধ্য়ে বসিরহাট ১ নম্বর ব্লক ও বাদুরিয়ায় সংক্রমণ বেশি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিধাননগর পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। দক্ষিণ দমদমে আক্রান্ত ৭৩২ জন। উত্তর দমদমে ডেঙ্গিতে আক্রান্ত ৩১৮ জন। হাওড়ায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সংখ্য়াটা ৬২৬। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২,জয়নগর ২ ও ক্য়ানিং-এ সংক্রমণ বেশি। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে সংক্রমণ বেশি। জ্বর আর ডেঙ্গি সংক্রমণ কাঁপুনি ধরাচ্ছে ঘরে ঘরে!  

আরও পড়ুন :


'আলসেমির উৎসব'! নগদ পুরস্কার জিততে মাসভর বিছানায় শুয়ে কাটাচ্ছেন প্রতিযোগিরা, কোথায়?