দমদম: দমদম (Dumdum) দমকল কেন্দ্রের সামনে শ্যুটআউট (Shootout)। দমকল কর্মীকে লক্ষ্য করে এক যুবক গুলি (Gunshot) চালায় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান দমকল কর্মী। সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। দমকল কর্মী স্নেহাশিস রায়ের দাবি, কিছুদিন রাস্তায় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে বচসা হয়। অভিযোগ, আজ সকালে ওই যুবক ক্ষমা চাওয়ার নাম করে তাঁকে বাইরে আসতে বলে। এরপরই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই দমকলকর্মী।
আলিপুরদুয়ার শহরে শ্যুটআউট: গুলিবিদ্ধ জেল-ফেরত দুষ্কৃতী।স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ আলিপুরদুয়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হয় কাজল দত্ত নামে ওই দুষ্কৃতী। ডানদিকের কাঁধে গুলি লাগে। ওই দুষ্কৃতীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাদক মামলায় দীর্ঘদিন জেলে ছিল কাজল। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পায়। দুই দুষ্কৃতীদলের বিবাদের জেরে গুলি বলে প্রাথমিকভাবে জানালেও, পুরনো শত্রুতার জেরে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
পার্ক সার্কাসে শ্যুটআউট: গত ১০ জুন পার্ক সার্কাসে পুলিশকর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে, মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা, ২৮ বছরের রিমা সিংহের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য রিমা, ফিজিওথেরাপির প্রশিক্ষণ নিতেন। শুক্রবার বিয়ের পাকা দেখা থাকলেও, সেই কাজে বেরিয়েছিলেন। কিন্তু, আর ফেরা হল না। শুক্রবারই ছিল বিয়ের পাকা দেখা। তার আগেই ফিরে আসবে জানিয়ে, বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু, সেই ফেরা আর হল না। তার মধ্যেই বাজ পড়ার মতো, এল দুঃসংবাদটা! মেয়ে আর নেই! বিনা কারণে, পুলিশের SLR থেকে আচমকা ছুটে আসা বুলেট। শুক্রবার চোডুপ লেপচা নামে যে পুলিশকর্মী গুলি চালান, তাঁর বয়স ২৮। আর গুলিতে রিমা সিং নামে যে তরুণীর মৃত্যু হয়, তারও বয়স ২৮। রিমার বাড়ি হাওড়ার দাসনগরে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমরা চাকরি খাই না, তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও', তোপ মমতার