সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষ, উত্তর ২৪ পরগনা: ফের নতুন অবতারে মদন মিত্র! মহালয়ার সকালে কামারহাটির তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চণ্ডীপাঠ করলেন। খালি গায়ে নামাবলি।  চোখে পরিচিত সানগ্লাস। একেবারে পুরোহিতের পোশাকে মদন মিত্র বসলেন চণ্ডীপাঠে। মহালয়ার সকালে বেলঘরিয়ার এক পুজো মণ্ডপে চণ্ডীপাঠ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। গায়ে নামাবলী জড়িয়ে চণ্ডীপাঠ করেন তিনি। পরে ঢাকও বাজান তিনি। চণ্ডীপাঠের সময় কখনও চোখ থেকে নামল সানগ্লাস, কখনও আবার চলল সানগ্লাস পরেই। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, ''অনেকেই বলে, ঠাকুরমশাই না হলে চণ্ডীপাঠ করতে নেই।  আমি আজ করলাম।  দেখি কী হয়।'' বেলঘরিয়ার মানস বাগ স্পোর্টিং ক্লাবে এদিন সকালে হাজির হন কামারহাটির বিধায়ক। সেখানেই করেন চণ্ডীপাঠ। পরে ঢাকও বাজান।  এর আগে মদন মিত্র গান গেয়েছেন।  মিউজিক ভিডিও করেছেন।এবার নামাবলি গায়ে দিয়ে করলেন চণ্ডীপাঠ।


কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। কিছুদিন আগে তারই শ্যুটিং হয়। সেখানে ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও পায়েল সরকার। লক্ষ্য অবশ্যই, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার। শেষ পর্যন্ত সামনে এল কামারহাটির বিধায়কের গান। জায়ান্ট স্ক্রিনে দেখল ভবানীপুরবাসী। শোনা গেল ... জাগো তুমি জাগো আগমনী গান। মদন মিত্র জানিয়েছিলেন যে, বাংলার মুখ্যমন্ত্রীকে এটা তাঁর শ্রদ্ধা জ্ঞাপন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় এবার তাঁর মুখে নজরুল গীতিও। তিনি গেয়েছিলেন, অঞ্জলি লহ মোর সঙ্গীতে ...
কিছুদিন আগেই তিনি বলেন,  'দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছে। তাই করছি। তবে আমরা কে? উনিই তো হাত ধরে আমাদের এই জায়গায় এনেছেন।' 


ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই চেনা মেজাজে দেখা গিয়েছিল মদন মিত্রকে। কিন্তু যদুবাবুর বাজারে বিজয়োল্লাসের সময় বিপত্তি হয়েছিল। রঙমশাল ফেটে জখন হয়েছিলেন মদন মিত্র-সহ কয়েকজন তৃণমূল কর্মী। মুখ্যসচিবকে চিঠি দিয়ে, করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের।


ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর নেত্রীর জয়ে উচ্ছ্বাসে ভাসতে গিয়ে বিপত্তিতে পড়লেন মদন মিত্র। শীততাপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েটে রংমশাল ফেটে। সামান্য জখম হলেন তিনি। ধোঁয়ায় অসুস্থ হন কয়েকজন তৃণমূল কর্মী ও কলাকুশলীও।