সমীরণ পাল,উত্তর ২৪ পরগনাঃ দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) গ্রেপ্তার দাবিতে দেগঙ্গা থানায় এফ আই আর দায়ের করল তৃণমূল (TMC)। বিজেপির রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন। এবারে তার গ্রেপ্তারের দাবিতে নিয়ে সরব হলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান (TMC Leader Anisur Rahman)।


আরও পড়ুন, 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা


'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষ'- আনিসুর রহমান


দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বলেন,'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষ। তাতে বাংলার মায়েদেরকে অপমান করা হয়েছে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে অপমান করলে আমরা সহ্য করব না। অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।' এই দাবি নিয়ে দেগঙ্গার নটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান উপপ্রধান এবং অজস্র তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে দেগঙ্গা থানাতে এসে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ব্লক সভাপতি আনিসুর রহমান। পাশাপাশি দেগঙ্গা থানার সামনে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনিসুর রহমান বলেন অবিলম্বে বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে নয় বাংলার মায়েদের অপমান করেছেন।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেগঙ্গা থানা চত্বরে।


 'দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে'


প্রসঙ্গত, এদিন মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্যের জেরে ফুঁসছে রাজ্যের শাসকদল। এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে নালিশ জানাতেই রাজ্যভবনে রাজ্যপালের দ্বারস্থ হয়  ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল।  আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় -সহ শীর্ষ নের্তৃত্ব। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' এদিন রাজভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ বলেন, 'দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।'