সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ( Arjun Singh) ।  সেই সঙ্গে তাঁর গলায় শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। তারপর থেকেই অর্জুনের রাজনৈতিক অবস্থান ঘিরে চর্চা শুরু হয়। প্রশ্ন ওঠে, অর্জুন সিংহ কি বিজেপি ছাড়তে পারেন? তিনি কি তৃণমূলে ফিরতে পারেন?  তারই মধ্যে সম্প্রতি জল্পনা আরও বাড়িয়ে এবার তৃণমূল বিধায়কের পাশে দেখা যায় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে।

আরও পড়ুন : নির্যাতনের অভিযোগ, আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়কের পুত্রবধূ


তাহলে কি ঘাসফুলের তাঁবুর দিকেই হাঁটছেন বিজেপির অর্জুন? জোরালো জল্পনা নিয়ে মুখ খুললেন তিনি। এর আগে ৯ মে, দিল্লিতে গিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছিলেন অর্জুন সিং। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছিল বলে সাংসদ জানান। পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাতের পর, এবার পাটশিল্পের সমস্যা নিয়ে জে পি নাড্ডার দ্বারস্থ হচ্ছেন অর্জুন সিংহ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানিয়েছেন, সোমবার তিনি দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করবেন। ১ মে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রের প্রতিশ্রুতিকে, ললিপপ বলে তুলনা করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার আরেক দফা বৈঠকের পর, অর্জুন বুঝিয়ে দিয়েছেন আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান তিনি। সব মিলিয়ে অর্জুন সিংহের ভবিষ্যত পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


এর আগে মোদি সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বারবার অভিযোগ জানিয়েও, কোনও লাভ হচ্ছে না। এই প্রেক্ষাপটে কেন্দ্রের সঙ্গে কার্যত সংঘাতের রাস্তায় হেঁটে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চান তিনি। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে, বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিংহ। এবার তার দলে থাকা নিয়েই শুরু হয়েছে জল্পনা।


এই জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটতে দেখা যায় বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ককে। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও। কলসযাত্রা উপলক্ষ্যে গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজো করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং। যদিও অর্জুন ও সোমনাথ, দু’জনেই এর পিছনে কোনও রাজনীতি দেখতে নারাজ। এ প্রসঙ্গে অর্জুন সিংহ বলেছিলেন, মন্দিরে বা পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে কোনও সমস্যা নেই, চিন্তাও নেই। একটা মহাযজ্ঞে সবাইকে সামিল হতে হয়।