সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের সোনা চালাচালানের (BSF Foils gold smuggling attempt) চেষ্টা বানচাল করল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্ত (north 24 Parganas) থেকে ৯৩ লক্ষ টাকার বিভিন্ন আকারের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে তারা। সঙ্গে চোরাচোলানে যুক্ত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়।
বিশদ...
সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে জয়ন্তীপুর ফাঁড়িতে চৌকি কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাংলাদেশের দিকের, চাটিসঘরিয়া গ্রাম থেকে ভারতের দিকে কিছু ছোড়ার শব্দ শুনতে পান। মুহূর্তের মধ্যে শব্দের উৎস লক্ষ্য করে সেখানে পৌঁছন জওয়ারা। দেখা যায়, ভারতের দিকে একটি বাড়ির উঠোনে দুটি বাদামি রঙের টেপে মোড়ানো প্যাকেট পড়ে রয়েছে। ওই প্যাকেট থেকেই বিভিন্ন আকারের ৫টি সোনার বিস্কুট পাওয়া যায়। বাড়ির উঠানে এক জন মহিলাকেও সেই সময় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল বলে খবর। বিএসএফ জওয়ানরা দ্রুত ওই মহিলাকে আটক করেন। পরে তাঁকে সোনা চোরাচালানে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত সোনার বিস্কুটের ওজন ১৫০৭.৯৭ গ্রাম, আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ১১ হাজার ৭১৪ টাকা।
যা জানা গেল...
ধৃতের নাম সাকিলা মণ্ডল, বয়স ৬৬ বছর বলে বিএসএফ সূত্রে খবর। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় সাকিলা জানান, তিনি ১ ব্যক্তিকে তাঁর বাড়ির কাছে আসতে দেখেছিলেন। আরও জানিয়েছেন, আসাদুল্লাহ মোল্লার বাড়ির উঠোনে বিএসএফের তৈরি বেড়ার উপর কিছু ছুড়ে ফেলা হয়। অজ্ঞাতপরিচয় যে ব্যক্তি এই কাজ করেছেন বলে সাকিলা জানিয়েছন, তিনি কাজ শেষের পর বাংলাদেশের কাছাকাছি নিজের বাড়িতে ফিরে যান। ঠিক সে সময়েই বিএসএফ জওয়ানরা তাঁর এবং আসাদুল্লাহ মোল্লার বাড়িটি ঘিরে ফেলে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান আসাদুল্লাহ মোল্লার পরিবারের সদস্যরা, দাবি সাকিলার। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট পেট্রাপোলের শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে এ.কে. আর্য (ডিআইজি, জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার) বলেন, 'কুখ্যাত চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে।' সীমান্তে বসবাসকারীদের কাছে তাঁর আরও এক বার আবেদন, সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পেলে তাঁরা যেন বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ সেই তথ্য দেন। এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ চালু করেছে। এতে হোয়াটসঅ্যাপ মেসেজ বা স্বর্ণ চোরাচালান সম্পর্কিত ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে। নির্দিষ্ট তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে। তাঁর পরিচয়ও গোপন রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:২ বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা, পাল্টা গাছে বাঁধার 'হুমকি' বিজেপি নেতার