সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খড়দা থানার (Khardaha Police Station) আইসির (IC) ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে বিতর্ক। তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশে তোলাবাজি না করার বার্তা। 'খেলা হবে' দিবস উপলক্ষ্য়ে তৃণমূল বিধায়কের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে, খোদ আইসি-র তৃণমূলের কাউন্সিলরদের এই পরামর্শ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক! পাল্টা তোপ দেগেছে বিজেপি।


কেন বিতর্ক?
বিতর্কের কেন্দ্র খড়দা থানার আই সি রাজকুমার সরকার। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, তাঁর নির্দেশ, মানুষের জন্য কাজ কর, পাড়ায় গিয়ে কাজ কর। অসামাজিক কাজ করবে না, তোলাবাজি করবে না। এটা যেন কোনও ভাবে প্রশ্রয় না পায়।' এই কথাগুলি যখন তিনি বলছেন, তখন তাঁর পাশে, একই মঞ্চে বসে থাকতে যাচ্ছে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকেও। বিধায়কের সামনে পুলিশ অফিসার নির্বাচিত কাউন্সিলরদের 'দাওয়াই' দিচ্ছেন, 'তোলাবাজি করবেন না!' ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। তাতে আই সি-কে আরও বলতে শোনা গিয়েছে, 'মহেন্দ্র সিংহ ধোনি যেখানে বড় হয়েছেন, আমি সেখানকার ছেলে। ওই রকম হেলিকপ্টার শট মারি। সেই জন্য স্পষ্ট বলে দিচ্ছি। তোমরা কাউন্সিলর... ওঁর ইমেজ কিন্তু।' উনি তো সবসময় সব জায়গায় থাকবেন না, ওঁর ইমেজটা ওরকমই হবে, সেই সম্মানটা রাখবে। সামনে পুজো আসছে, উৎসব আসছে। মানুষের জন্য কাজ করুন। আমরা সরকারের মুখ, এটা মনে রাখবেন। 'খেলা হবে' দিবস উপলক্ষ্য়ে তৃণমূল বিধায়কের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে, খোদ আইসি-র তৃণমূলের কাউন্সিলরদের এই পরামর্শ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক! বিজেপির রাজ্য কমিটির সদস্য কিশোর কর বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য, 'ওখানে শুনেছি রাজ চক্রবর্তী ছিলেন। কী হয়েছে খোঁজ নেব।' 
গত এপ্রিলে যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম ওঠায় বিতর্কের ঝড় ঘনায় নদিয়ার শান্তিপুরে। সমালোচনায় সরব হয়েছিল বিজেপি। তীব্র সমালোচনার পর যুব তৃণমূল জানায়, ভুলবশত নাম তোলা হয়েছে। কনস্টেবলও বলেছিলেন 'রাজনীতি করি না, মিটিং-মিছিলে থাকি না।' তবে শাসকদল ও পুলিশের সম্পর্ক নিয়ে আগে একাধিক বার সরব হয়েছে বিরোধীরা। বিশেষত পঞ্চায়েত নির্বাচনের সময় বার বার তাদের মুখে এই ধরনের অভিযোগ শোনা গিয়েছে। 


 


আরও পড়ুন:'মাথা গামছা দিয়ে বাঁধা, মুখে আঘাত', যাদবপুরের পড়ুয়াকে যে অবস্থায় দেখেন হলুদ ট্যাক্সি চালক