সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ভাটপাড়ার পর এবার জগদ্দল (Jagaddal Shootout)। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। গতকাল জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ (Jagaddal Police Station)। 


জগদ্দলে শ্যুটআউট


ভাটপাড়ার পর এবার জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুনের ঘটনা। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন হন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। গতকাল বাড়ির কাছেই ওই তরুণ খুন হন। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। 


গতকাল ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ (point blank range) থেকে গুলি করে খুন করা হয় এক ইমারতি ব্যবসায়ীকে। এরপর গতকাল মধ্যরাতে ফের খুনের ঘটনা জগদ্দল। জানা যাচ্ছে, গভীর রাতে গুলির শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। পরিবার সূত্রে খবর, টিটাগড় জুটমিলের শ্রমিক রোহিত গতকাল রাতে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 


আরও পড়ুন: North 24 Paraganas Jawan Death: মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান, এলাকায় শোকের ছায়া


গতকাল গভীর রাতে মদের আসরে রোহিত দাসকে গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধুদের সঙ্গেই ছিলেন। সেখানেই এক যুবক রোহিতকে পেটের কাছে গুলি করেন। ঘটনাটি মৃতের বাড়ির কাছেই হয়। পরিবার সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পড়েছিল ওই তরুণ। বাড়ির লোকই তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত যুবক করণের খোঁজে তল্লাশি শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মদের আসরে আরও যারা ছিল, তাদেরও জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে পুলিশ।


গতকাল, ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ প্রায় ৮ রাউন্ড গুলি চলে। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।