সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ায় () স্কুলে তাণ্ডব। একের পর এক ক্লাসরুমে চেয়ার টেবিল ভাঙচুর। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। পীর গোরাচাঁদ হাই স্কুলের ঘটনায় শোরগোল। স্কুলেরই এক ছাত্রের বিরুদ্ধে ক্লাসরুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিন্তু, ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, 'আমরাই হয়তো পড়ুয়াদের ঠিকমতো কাউন্সেলিং করতে পারিনি, তাই এমন ঘটনা ঘটেছে।'


ঠিক কী ঘটেছে


গত ৬ মাস ধরে তাণ্ডব চলছে হাড়োয়া পীর গোরাচাঁদ হাই স্কুলে। একের পর এক ক্লাস রুমে পাখা ভাঙা, ঘরের ভেতর গেট ভাঙা, চেয়ার টেবিল ভাঙা, জলের পাইপ নানা জিনিস পত্র ভেঙে তছনছ করা চলছে। কারা, কীভাবে এই ঘটনা ঘটাচ্ছিল, তা জানা যাচ্ছিল না। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাতে দেখা যাচ্ছে স্কুলেরই ছাত্র লাঠি দিয়ে ভাঙচুর করছে ফ্যান। বেঞ্চের উপর দাঁড়িয়ে ফ্যানের ব্লেড দুমড়ে মুচড়ে নষ্ট করে দিচ্ছে। 


কড়া পদক্ষেপ স্কুলের


এই ভাইরাল ভিডিও দেখে নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্র ও অভিভাবকদের ডেকে পাঠানো হয়। যদিও অভিযুক্ত বা তাঁর অভিভাবকরা স্কুলে হাজির হয়নি। স্কুলের প্রধান শিক্ষক শমীক রুদ্র মজুমদার বলেন গত ফেব্রুয়ারী মাসে স্কুল খোলার পর থেকে ৫০/৬০ টি পাখা চেয়ার বেঞ্চ ভাঙচুর করা হয়। ভিডিও দেখে চার জন কে শনাক্ত করা গেছে, তাদের বিরুদ্ধে পড়া ব্যবস্থার জন্য ম্যানেজিং কমিটি কে বলা হয়েছে। পাশাপাশি তাঁর আক্ষেপ, স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, সবসময় তো ক্লাসে শিক্ষকরা হাজির থাকতে পারেন না। ক্লাসের ফাঁকে বা টিফিনের সময়গুলো এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।


আরও পড়ুন- বারুদের স্তূপে বীরভূম! টানা তৃতীয়দিন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার