কামারহাটি: মদ্যপানের প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর, ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটল কামারহাটির শালপাতা বাগান এলাকায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবঘরে বসে মদ্যপান করছিল পাশের পাড়ার কয়েকজন যুবক। তার প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর ও ক্লাবে ভাঙচুর চালানো হয়। এলাকায় অসামাজিক কাজকর্ম চলে বলে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুন মাসে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলায় অভিযুক্তের দোকান ও একটি ক্লাব ভাঙচুর করা হয় দিনহাটা পুরসভায়। পুরসভার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব। বেআইনি নির্মাণের জন্য দোকান ও ক্লাব ভাঙা হয়েছে, দাবি করেন পুর প্রশাসক উদয়ন গুহ।
নোটিস দেওয়া হলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এই দাবি করে কোচবিহারের দিনহাটা পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ও মোবাইল ফোনের দোকান ভেঙে দেয় পুরসভা। যদিও ঘটনার পিছনে, অন্য সমীকরণের অভিযোগ তোলে দেবিজেপি।
গত ৬ মে আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ। সাহেবগঞ্জ রোডে বয়েজ ক্লাবের কাছে তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। উদয়ন গুহর হাত ভেঙে যায়। নিরাপত্তারক্ষীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ওই ঘটনায় নাম জড়ায়, অজয় রায়, আশিস সরকার ও ধনঞ্জয় দেবনাথ নামে তিন ব্যবসায়ীর। এলাকায় তাঁরা বিজেপি নেতা-কর্মী বলে পরিচিত। বিজেপির অভিযোগ, সেই ঘটনার জেরেই ভাঙা হয়েছে ক্লাব ও দোকানঘর।
এই ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিজেপি রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত জানান, পুরসভার উচিত সমস্ত অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ করা। ক্লাব বৈধ না অবৈধ বলতে পারব না। অবৈধ হলে বিদ্যুৎ দফতর কেন সংযোগ দিল। পুরসভার মামলা করা উচিত। যদিও পুরসভার দাবি, বৈধ নথি না থাকায় ক্লাব ও দোকান ভেঙে দেওয়া হয়েছে।
দিনহাটা পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা উদয়ণ গুহ জানান, এই ক্লাবের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ। ক্লাবে খেলা হবে, লাঠিসোটা বের হবে কেন? পুরসভার নোটিসের উত্তর দেয়নি। যেভাবে ক্লাব-দোকান তৈরি হয়েছে, তাতে নর্দমা পরিষ্কারে অসুবিধে হচ্ছে। নির্মাণ অবৈধ।