সমীরণ পাল, হাড়োয়া: দুয়ারে সরকারের ক্যাম্প থেকে গ্রেফতার হলেন বিজেপি নেতার আত্মীয়। ভুয়ো নথি দিয়ে কৃষকবন্ধু প্রকল্পের ফর্ম তোলার অভিযোগে গ্রেফতার, দাবি পুলিশের। অভিযোগ, গতকাল হাড়োয়ার গোপালপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ভুয়ো নথি জমা দেন দুই ব্যক্তি।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা যায়, হাড়োয়ার বিজেপি প্রার্থী ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহার আত্মীয় গৌতম সাহার দোকানে ভুয়ো নথি তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় বিজেপি নেতার দাদা-সহ ৫ জনকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। যদিও ধৃতের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করেছেন বিজেপি নেতা।
এর আগে উত্তর ২৪ পরগণায় দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে অভিযোগ ওঠে। নিজের ফেসবুকে ভিডিও তুলে বিতর্কে পড়েন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। নিজেদের বাড়িতে দুয়ারে সরকারের আবেদনপত্র পূরণের ভিডিও আপলোড করার অভিযোগ ওঠে ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপা পাইকের বিরুদ্ধে।
ভিডিওতে দেখা যায় গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে ফর্ম ফিলাপ করার জন্য উপছে পড়ছে ভিড়। এ দিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ সম্পূর্ণ বেআইনিভাবে প্রধান তার নিজের লেনিন গড়-এর বাড়িতে দুয়ারের সরকারের আবেদনপত্র পূরণ করছেন।
যদিও বিরোধীদের অবান্তর অভিযোগ এমনটাই জানান তৃণমূলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁর কথায়, দুয়ারে সরকারের ফর্ম কোনভাবেই বাড়িতে পূরণ করা যায় না। নানা শংসাপত্রের জন্য তার বাড়িতে ৩৬৫ দিনই এরকম ভিড় থাকে। এরই ভিডিও তিনি আপলোড করেছিলেন বলে দাবি করেন।
যদিও এ বিষয়ে তরজা শুরু হতেই তিনি সেই ভিডিও তাঁর অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন, এমনই অভিযোগ। ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন এটা করা যায় না। ঠিক কি হয়েছে তিনি তা খোঁজ নিয়ে দেখবেন।
আরও পড়ুন: Jalpaiguri: বালিপাচার রুখতে অভিযান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন
আরও পড়ুন: Purulia: বিদায় সম্বর্ধনার জন্য বন্ধ টিকাকরণ! ভ্যাকসিন পেতে হয়রানি পুরুলিয়ায়