জয়ন্ত পাল, বিধাননগর: লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) ফর্ম বিলি নিয়ে দিকে দিকে নানা অভিযোগ। কোথাও আবার টাকার বিনিময়ে ফর্ম বিলির অভিযোগও উঠেছে। এই আবহে অন্য ছবি দেখা গেল এই শহরেরই এক দুয়ার সরকার ক্যাম্পে। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে নতুন পন্থা নেওয়া হয়েছে।  এক মহিলাকে মা লক্ষ্মী রূপে সাজিয়ে ফর্ম জমা নেওয়া হচ্ছে সল্টলেকের (Saltalke) দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar)।


বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক দত্তাবাদ এলাকা। ওই এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে এক মহিলাকে মা লক্ষ্মী সাজানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন তিনি। আবার মা লক্ষ্মী আশীর্বাদও করছেন ঘরের লক্ষ্মীদের। বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত নতুন এই উদ্যোগ নিয়েছেন। আর এই অভিনব উদ্যোগে উৎসাহিত হয়ে গতকাল ফর্ম জমা দেন মহিলারা।


আরও পড়ুন: ক্যানসার চিকিৎসার পাশাপাশি এবার গবেষণার উদ্যোগ রাজ্যে


রাজ্য সরকারের দ্বিতীয় দফায় দুয়ারে সরকার প্রকল্পে এবারে সবথেকে নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে কেউ রাত থেকে লাইন দিচ্ছেন, কোথাও আবার ক্যাম্পের গেট খোলার সাথে সাথে ফর্ম সংগ্রহ করার জন্য হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়েও পড়ছেন অনেকেই। সরকারি এই কর্মসূচিতে 'লক্ষ্মী ভাণ্ডার'র ফর্ম বিলি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে এর আগে ভিড় এড়াতে নতুন উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবার থেকে আর ক্যাম্পে ফর্ম সংগ্রহ করতে হবে না, বাড়িতেই ফর্ম নিয়ে পৌঁছে যাবেন আশা কর্মীরা,এমনই উদ্যোগ শুরু হতে চলেছে। ভিড় ও হয়রানি এড়াতে জেলা জুড়ে এমনই ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। 


আরও পড়ুন: পঞ্চায়েত কার্যালয়ে কর্মরত সরকারি কর্মীকে পিস্তলের বাঁট দিয়ে মারার অভিযোগ প্রধানের বিরুদ্ধে