রঞ্জিত সাউ, নিউটাউন: পুজোর আগে একের পর এক শহর থেকে অপরাধের ঘটনা প্রকাশ্যে আসছে। এবার নিউটাউন (Newtown)। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদেরকে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা (Fraud Case)। নিউটাউনের অফিস থেকে গ্রেফতার ৯।


পুলিশ সূত্রে খবর, ইকোপার্ক থানা এলাকার আকাঙ্ক্ষা মোড়ের কাছে এট্রা বিল্ডিংয়ে অফিস খুলে ভুয়া কল সেন্টার চালানোর অভিযোগ। মূলত এই ভুল কল সেন্টারের আড়ালে চল তো প্রতারণা চক্র। বিদেশি নাগরিকদের ফোন করে টেক্সট সাপোর্ট দেওয়ার নাম করে ধাপে ধাপে তাদের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিতো প্রতারকরা। ইকোপার্ক থানার পুলিশগোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নিউটাউনের এস্ট্রা বিল্ডিং এর অফিসে। সেই কল সেন্টারে যথাযথ নথি না দেখাতে পাড়ায় সেই সময় কল সেন্টারে থাকা ৯ জনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। অফিস থেকে উদ্ধার হয় ল্যাপটপ, হার্ডডিক্স, মোবাইল ফোন, এটিএম কার্ড সহ বিভিন্ন নথি। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। এই চক্রের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করবে ইকো পার্ক থানার পুলিশ।


আরও দেখুন, 'শিক্ষায় দুর্নীতি', শহরে এসেই বলেন ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশে নজর দিতে পরামর্শ কুণালের


জুন মাসেও এমন খবর আসে বেনিয়াপুকুর থানা এলাকায়। সেবার ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা ও কানাডার নাগরিকদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া হত অর্থ। ওই অফিস থেকে ৭টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিল করে দেওয়া হয় অফিস। বেনিয়াপুকুর থানা এলাকার বেনিয়াপুকুর রোডে এই ফ্ল্যাট বাড়ির দোতলায় রাতের বেলা হানা দেয় লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। অভিযোগ, তল্লাশি অভিযানে গিয়ে পুলিশ কর্মীরা দেখেন, ৬ জন ল্যাপটপ, মোবাইল নিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে কথা বলছেন।  হাতেনাতে পাকড়াও করা হয় ৬ জনকে। ভুয়ো কল সেন্টার চক্রের মূল পাণ্ডা মুসাব্বির গনিকে গ্রেফতার করে পুলিশ।  অভিযোগ, বিদেশি নাগরিকদের নামী সংস্থার নাম করে অনলাইন পরিষেবা দেওয়ার নামে প্রতারণা করত অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, ৭টি ল্যাপটপ। ১৫টি মোবাইল ফোন। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তদন্ত করে দেখছে পুলিশ।