জয়ন্ত পাল ও রঞ্জিত সাউ, কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) বেদিয়াপাড়ায় বাম আমলে ভরাট হওয়া একটি পুকুর পুনরুদ্ধার (Water Body Recovery) করলেন স্থানীয় তূণমূল কাউন্সিলর (Local TMC Councilor)। যা নিয়ে তৃণমূল কাউন্সিলরকে কটাক্ষ করেছে বামেরা। অন্যদিকে, কেষ্টপুরের মাঝেরপাড়ায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর।  


কী ঘটল?
দক্ষিণ দমদম পুরসভায় যখন তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে ভরাট হওয়া পুকুর পুরনুদ্ধার হল, তখন কেষ্টপুরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। একইদিনে দেখা গেল দুই ছবি!!! এই পুকুরটি দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে বেআইনিভাবে এই পুকুরটি ভরাট করা হয়। গত পুরভোটের আগে, পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যাপারে স্থানীয়দের আশ্বাস দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মৃন্ময় দাস। ভোটে জিতে রবিবার সেই কাজই শুরু করলেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কাউন্সিলরের কথায়, 'আমরা যে প্রতিশ্রুতি দিই তা পালন করতে বদ্ধপরিকর। নির্বাচনে যখন দল আমাকে এখানে প্রার্থী করেছিল বাম আমলে যে সব পুকুর সুদীর্ঘ বেদিয়াপাড়া অঞ্চলে অনেক পুকুর বাম আমলে ভরাট হয়ে গিয়েছিল। সেই ভরাট পুকুরগুলি আমি পুনরুদ্ধার করে দেব। জল ধরো জল ভরো যে প্রকল্প সেই প্রকল্পে পুকুর পুনরুদ্ধার করে দেব।' পাল্টা দিয়েছে সিপিএমও। তাদের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য, শৈলেন মাকর বলেন, 'এখন কুৎসা রটানো ছাড়া কোনও কাজ নেই। কুৎসা রটাচ্ছে। নিজের নাম কামানোর জন্য এই কাজ করছে। তৃণমূল কাউন্সিলর আগে প্রোমোটার ছিলেন।' যদিও ভরাট হয়ে যাওয়া পুকুর ফিরে পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।


বাসিন্দাদের প্রতিক্রিয়া...
দক্ষিণ দমদম পুরসভার বাসিন্দা ইন্দ্রাণী রায় বলেন, 'যা কথা দিয়েছিলেন, সেই কাজই উনি করছেন। বেদিয়াপাড়ার মানুষ আমরা খুশি।' দক্ষিণ দমদম পুরসভার যখন এই ছবি, তখন কেষ্টপুরের মাঝেরপাড়ায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগে এদিন বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ বিধাননগর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড সহ পুরসভার বিভিন্ন এলাকায় পুকুর ভরাট করে চলছে বেআইনি নির্মাণ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধাননগর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সব মিলিয়ে কোথাও পুকুর ভরাট ঘিরে বেরিয়ে এল ক্ষোভ আবার কোথাও ভরাট পুকুর পুনরুদ্ধারে মুখে ফুটল হাসি!


আরও পড়ুন:দুমাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট