সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারী: আগরপাড়ার নেতাজি শিক্ষায়তনে মাধ্যমিকের (Madhyamik 2022) অ্যাডমিট (Admit Card) না পাওয়ার অভিযোগে শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এমনকি শিক্ষকদের মারধরেরও অভিযোগ উঠেছে। রেজিস্ট্রেশনে (Registration) ভুল থাকায় সমস্যা বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। যারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করেছে, তারা অ্যাডমিট কার্ড পেয়েছে। জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।


প্রধান শিক্ষকের মুখে কালি, শিক্ষকদের ধরে টানাটানি, মারধর, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এভাবেই অভিভাবকদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়ার (Agarpara) নেতাজি শিক্ষায়তন। স্কুলের পড়ুয়াদের একাংশের অভিযোগ, এবারে স্কুলের ১৩ জন পড়ুয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি। এমনকি এক পড়ুয়ার মায়ের অভিযোগ, অ্যাডমিট কার্ড না পেয়ে তাঁর ছেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এরপরই স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষকের মুখে কালিও লেপে দেওয়া হয়। অভিযোগ, অভিভাবকরা শিক্ষকদের মারধর করেন। 


ঘটনায় কয়েকজন শিক্ষক জখম হয়েছেন। খবর পেয়েই স্কুলে যায় খড়দা থানার (Khardah Police Station) পুলিশ। ওই পড়ুয়াদের রেজিস্ট্রেশনে (Registration) ত্রুটি ছিল বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের প্রধান শিক্ষক স্বপন ঘোষ বলেন, “যারা অ্যাডমিট পায়নি তাদের রেজিস্ট্রেশনে সমস্যা ছিল। অভিভাবকদের মারধর বেশ কয়েকজন জখম হয়েছে।‘’ অ্যাডমিট কার্ড বিভ্রাটের ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের জানিয়েছে, যারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করেছে, তারা অ্যাডমিট কার্ড পেয়েছে।


২ বছর পর মাধ্যমিক পরীক্ষা। বেনজিরভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ছুঁইছুঁই। সোমবার হল প্রথম ভাষার পরীক্ষা।  কিন্তু রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই  কিছু জায়গায় প্রশাসনের ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হল বিতর্ক। শিক্ষা পর্ষদ ও প্রশাসন সূত্রে খবর,  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিঙে নির্দিষ্ট কিছু স্পর্শকাতর ব্লকে পরীক্ষা শুরুর আগে থেকে ৪ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।