সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: মাত্র কয়েক মিনিটের সন্তানকে সাক্ষী রেখে মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষা দিলেন মা।  জীবনে প্রথম বড় পরীক্ষায় সাক্ষী থাকল একরত্তি।  পুত্র সন্তানকে সাক্ষী রেখে পরীক্ষা দিতে পেরে খুশি মা।


পাশের বিছানায় শুয়ে একরত্তি। তবু নিজের লক্ষ্যে অনড় পরীক্ষার্থী। একরত্তি ছেলেকে নিয়েই পরীক্ষায় বসলেন পরীক্ষার্থী। ঘটনা পুরুলিয়া জেলার (Purulia News)। জেলার বলরামপুর থানার চন্ডীতলা হাই স্কুলের ছাত্রী ভারতী মাহাতো প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে বলরামপুর বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে মনে ইচ্ছা ছিল পরীক্ষা দেওয়ার, পরীক্ষা দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভারতী।


তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানায়। এরপর প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে একটি বিশেষ ঘরে ভারতী আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা দেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমেন মণ্ডল জানান,  সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভারতী মাহাতো হাসপাতালে ভর্তি হন। এদিন সকাল ১১ টা ৩৩ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর তিনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপরেই আমরা ব্লক প্রশাসনের সহযোগিতায় তাঁর পরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই করি। পরীক্ষা দিতে পেরে খুশি ভারতী মাহাতো। ভারতীর এই সাহসিকতা দেখে তাঁর প্রশংসা করেন প্রশাসন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ।


২ বছর পর মাধ্যমিক পরীক্ষা। বেনজিরভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ছুঁইছুঁই। সোমবার হল প্রথম ভাষার পরীক্ষা।  কিন্তু রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই  কিছু জায়গায় প্রশাসনের ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হল বিতর্ক। শিক্ষা পর্ষদ ও প্রশাসন সূত্রে খবর,  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিঙে নির্দিষ্ট কিছু স্পর্শকাতর ব্লকে পরীক্ষা শুরুর আগে থেকে ৪ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।


আরও পড়ুন:  Madhyamik Exam 2022: কামড়েছে বিষধর সাপ, হাসপাতালের বিছানাতে বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী