সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: যুবতীর (female) শ্লীলতাহানির (molestation) অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিনেশ্বরে (dakshineshwar)। কাজ থেকে ফেরার থেকে কয়েক জন যুবক তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। ১৫ সেপ্টেম্বর দক্ষিণেশ্বর থানায় অভিযোগ (FIR) দায়ের হয়েছে। অভিযুক্ত যুবকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিগৃহীতা পেশায় একটি হোটেলের ম্যানেজার। ১৪ সেপ্টেম্বর রাতের দিকে নিজের স্কুটি করে কাজ থেকে ফিরছিলেন তিনি। সেই সময়ই দক্ষিণেশ্বর ডিডি মণ্ডল ঘাট রোড এলাকার একটি মাঠের সামনে বেশ কয়েকজন যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিল। অভিযোগকারিণীর দাবি, তিনি স্কুটি থেকে নেমে ওই যুবকদের কাছে জানতে চান কী হয়েছে। সেই সময়ই তাঁকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পোশাকের ভিতর দিয়ে গোপনাঙ্গে হাত দেওয়া হয় বলে জানিয়েছেন বিবাহিতা যুবতী। ১৫ সেপ্টেম্বর দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করেনি। কিন্তু তার পরও থামেনি বিষয়টি।  দুদিন আগে কাজ থেকে ফেরার পথে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান নিগৃহীতা। সঙ্গে দাবি, যে চার জন যুবক এই কাজ করেছেন তাঁরা পাশের পাড়াতেই থাকেন। পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি। প্রসঙ্গত দিন দশেক আগে প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, ১০ লক্ষ টাকা প্রেমিকার থেকে হাতিয়ে নেয় অভিযুক্ত। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন ওই তরুণী। নরেন্দ্রপুর থানায় দায়ের হয় অভিযোগ। বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম জিত্‍ সেনগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। রাজ্যে নারী-নির্যাতনের এমন অভিযোগ আরও রয়েছে।


হইচই কোচবিহারে...
গত এপ্রিলে কোচবিহারের তুফানগঞ্জে মূক ও বধির নাবালিকার  শ্লীলতাহানির অভিযোগে এক জনকে গ্রেফতার করে পুলিশ। দুজনের খোঁজ শুরু হয়। শোনা যায়, নিগৃহীতা স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছিল। সন্ধে ছয়-সাড়ে ছ'টা নাগাদ নাবালিকা একা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোনোর পরই তার পিছু নেয় অভিযুক্ত তিন যুবক। তারপর জোর করে ওই নাবালিকাকে তুলে নিয়ে একটি ফাঁকা মাঠে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে তারা, অভিযোগ এমনই।


আরও পড়ুন:'চাকরি হবে ভেবেছিলাম, এখন হতাশ' মুখ্যমন্ত্রীর সভা থেকে পাওয়া নিয়োগপত্রে বিভ্রান্তি