সমীরণ পাল, অশোকনগর : ভোটের ( Municipal Election ) মুখে প্রচারে গিয়ে বারবার বেলাগাম রাজনৈতিক নেতারা। পারস্পরিক আক্রমণ করতে গিয়ে উধাও হয়ে যায় সৌজন্য। অকথা-কুকথার তোড় নেতাদের মুখে। আবারও পুরভোটের প্রচারে গিয়ে বেগালাম হলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।

এবার সিপিএমকে (CPM) ঘেয়ো কুকুরের সঙ্গে তুলনা করলেন ঘাসফুল শিবিরের (TMC) এই নেতা । মঙ্গলবার অশোকনগরে (Ashoke Nagar) নির্বাচনী সভায় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)  ভোটারদের উদ্দেশে বলেন, এলাকায় গেলে ওদের ঘেয়ো কুকুর মনে করে তাড়িয়ে দিন !  ভোটের প্রচারে অন্য পার্টিকে কটাক্ষ করা তো স্বাভাবিক , তবে সরাসরি সারমেয়র সঙ্গে তুলনা ? বিধায়কের সাফাই, কারও নাম করে তো বলিনি, । সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


আরও পড়ুন :


তলিয়ে যাচ্ছে চাষের জমি, ব্যবস্থা নিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর


২ দিন আগেও পুরভোটের প্রচারে গিয়ে সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন অশোকনগরের বিধায়ক। তিনি বলেছিলেন, ' কুকুরের যদি মাথায় ঘা হয়, কুকুর সারাতে পারে না। কুকুর মারা যায়। তো ২০১১ সালে বামফ্রন্ট নামক বস্তুর মাথায় ঘা হয়ে গেছে। এ আর বাঁচবে না। ' এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

সেদিন পাল্টা সিপিএম প্রাক্তন বিধায়ক ও জেলা কমিটির সদস্য সত্যসেবী কর বলেন , ' এই সংস্কৃতি অশোকনগরের নয়। এধরনের তুলনা টানা মানসিকতার দৈন্যতা প্রকাশ করছেন। মরে গেল আমাদের নিয়ে এত উৎকণ্ঠা কীসের? ' 

রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিনিধি নেই বামেদের। এই প্রেক্ষাপটে বামদের বর্তমান পরিস্থিতি বোঝাতে গিয়ে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগর-কল্যাণগড় পুরভোটের প্রচারে তাঁর মন্তব্য ঘিরে বেধেছে বিতর্ক। তৃণমূল বিধায়কের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। এবার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে বামেদের।