উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডে(Sandeshkhali Violence) তোলপাড়ের মধ্যেই রদবদল । সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। সুমিত কুমারকে পাঠানো হল ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়। যদিও 'রুটিন বদলি', জানানো হল নবান্নের তরফে।রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ হচ্ছেন সুপ্রতিম সরকার। এডিজি ট্রাফিক পদে ছিলেন সুপ্রতিম সরকার, হলেন নতুন এডিজি দক্ষিণবঙ্গ। গতকালই তিনদিনের জন্য সন্দেশখালিতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। 


 শনিবার সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।তার আগে এদিনই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে যুক্ত হয় গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা।রাজ্য় পুলিশের ডিজি জানিয়েছেন, ম্য়াজিস্ট্রেটের কাছে এক মহিলার গোপন জবানবন্দির পর, এই মামলা রুজু হয়।রাজ্য় পুলিশ ডিজি রাজীব কুমার বলেন, 'তিনি আমাদের কাছে বয়ান দেননি। তিনি ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দেন।'


রাজ্য় পুলিশের ডিজির এই বক্তব্য়কে প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে,নির্যাতিতা ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দিলেও, পুলিশের কাছে বয়ান দিলেন না কেন? সন্দেশখালিতে মহিলাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কিনা, এই নিয়ে রাজ্য় পুলিশের সঙ্গে টানাপোড়েনের আবহে, বুধবারই জাতীয় মহিলা কমিশনের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের নির্যাততাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যানের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে। সন্দেশখালির মহিলাদের একাংশ আবার পুলিশ এবং শিবু হাজরার মধ্য়ে আঁতাঁতের অভিযোগও করেছিলেন।


আরও পড়ুন, শীত বিদায় পর্বে বসন্তের ছোঁয়া, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবিও তুলেছিলেন কেউ কেউ। সন্দেশখালির বাসিন্দাদের এই বক্তব্য়কে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, এই কারণেই কি পুলিশের কাছে বয়ান না দিয়ে, ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দিয়েছেন নির্যাতিতা?তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যে কুৎসাটা, যে লাগাতার নারী নির্যাতন, এতদিন ধরে সিপিএম-বিজেপির স্থানীয় নেতারা কেউ বলেননি, হঠাৎ একেবারে টানা গণধর্ষণ চলছে, এগুলো ডাহা মিথ্য়ে। এই আবহেই শনিবার বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে সরানো হয়েছে। এই রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। সন্দেশখালিকাণ্ডের জেরেই এই বদলি কিনা, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও, নবান্ন সূত্রে দাবি, এটা রুটিন বদলি।